নতুন মসজিদের দ্বার উদ্বঘাটন হলদিয়ায়

- আপডেট : ২৩ মে ২০২২, সোমবার
- / 10
পুবের কলম, প্রতিবেদক: হলদিয়ার ভবানীপুরের কুমারপুর গ্রামে একটি নতুন মসজিদ উদ্বোধন করা হল। গত ২২ মে, এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বাংলার বিভিন্ন জেলার জ্ঞানী গুণী ব্যক্তি। কলকাতা মেটিয়াবুরুজ থেকে উপস্থিত ছিলেন সমাজকর্মী জনাব মওলানা মির্জা আসকারী সাহেব, ছিলেন হুগলি হাউজের ইলমিয়া প্রিন্সিপাল সৈয়দ মহসিন আবদী সাহেব।
“কুমারপুর পাঁচতারা ওয়েল ফেয়ার সোসাইটি” উদ্যোগে এই মহতি অনুষ্টানটির মুখ্য দায়িত্বে ছিলেন উক্ত মসজিদের পেশ ইমাম জনাব মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব৷
সমগ্র অনুষ্টানটি’র পরিচালনায় ছিলেন সত্যের পথে পত্রিকার সম্পাদক জনাব মুস্তাক আহমদ।
নব নির্মিত মসজিদটি নাম দেওয়া হয়েছে “আসহাবিল কিসা”। উপস্থিত জ্ঞানীগুনীদের হাতে সংবর্ধনাও তুলে দেয় সোসাইটির কর্মীগণ৷
মসজিদ হল আল্লাহর ঘর, আল্লাহর এবাদত করার ঘরের উদ্বোধন স্মরণীয় করার সঙ্গে সঙ্গে মানবসেবার পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়৷