১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একবার চার্জে ৩০৮ কিলোমিটার চলবে যে ই -বাইক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
  • / 6

 

পুবের কলম ওয়েবডেস্ক:স্টার্ট-আপ কোম্পানি আল্ট্রাভায়োলেটের নতুন বৈদ্যুতিক বাইক বাজারে। আল্ট্রাভায়োলেট এফ৭৭ নামে নতুন মডেলের বৈদ্যুতিক বাইকটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড, রেকন ও স্পেশাল এডিশন এই তিন ভ্যারিয়েন্টের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক সব ফিচারের সঙ্গে এসেছে বাইকটি।

বাইকটির তিনটি ভেরিয়েন্টে একই রকম ডিজাইন, এলইডি হেডল্যাম্প, স্প্লিট সিট সেটআপ ও অ্যালয় হুইল রয়েছে।
তিনটি মডেলের সামনে একটি ৩২০এমএম ডিস্ক ও পিছনে একটি ২৩০ এমএম ডিস্ক রয়েছে। আল্ট্রাভায়োলেট এফ৭৭ মডেলে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, অ্যাডাপটিভ ড্যাশ লাইটনিং, অটো হেডলাইট অন/অফ, নেভিগেশন, গাড়ির লোকেটার, ফলস এবং ক্র্যাশ সেন্সর।

সংস্থার দাবি, এক চার্জে বাইকটি চলবে ৩০৮ কিলোমিটার। তাহলে ভারতে লঞ্চ হওয়া ই-বাইকের মধ্যে এটিই হবে সর্বোচ্চ গতিসম্পন্ন। এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে দেওয়া হয়েছে একটি ২৭ কিলোওয়াটের মোটর ও একটি ৭.১ কিলোওয়াটের ব্যাটারি। এটি একটি স্ট্যান্ডার্ড চার্জে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ও একটি বুস্ট চার্জে ৭৫ কিলোমিটার যেতে পারে।

রেকন ও স্পেশাল ভেরিয়েন্টে যথাক্রমে ২৯ কিলোওয়াট ও ৩০.২ কিলোওয়াটের মোটর দেওয়া হয়েছে। উভয় মডেলেই দেওয়া হয়েছে ১০.৩ কিলোওয়াটের ব্যাটারি। আল্ট্রাভায়োলেট এফ৭৭ রেকন ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪৭ কিলোমিটার এবং স্পেশাল ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার।

সুপারসনিক সিলভার, স্টিলথ গ্রে ও প্লাজমা রেড- এই তিনটি রঙে পাওয়া যাবে আল্ট্রাভায়োলেট এফ৭৭ স্ট্যান্ডার্ড ও রেকন বাইক। অন্যদিকে স্পেশাল ভেরিয়েন্ট মেটিওর গ্রে ও আফটারবার্নার ইয়েলোতে পাওয়া যাচ্ছে।

আল্ট্রাভায়োলেট এফ৭৭- এর দাম ৩ লাখ ৮০ হাজার (এক্স-শোরুম)। এর রেকন মডেলটির দাম ৪ লাখ ৫৫ হাজার টাকা রাখা হয়েছে। স্পেশাল ভেরিয়েন্টটির দাম ৫ লাখ ৫০ হাজার লাখ টাকা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একবার চার্জে ৩০৮ কিলোমিটার চলবে যে ই -বাইক

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:স্টার্ট-আপ কোম্পানি আল্ট্রাভায়োলেটের নতুন বৈদ্যুতিক বাইক বাজারে। আল্ট্রাভায়োলেট এফ৭৭ নামে নতুন মডেলের বৈদ্যুতিক বাইকটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড, রেকন ও স্পেশাল এডিশন এই তিন ভ্যারিয়েন্টের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক সব ফিচারের সঙ্গে এসেছে বাইকটি।

বাইকটির তিনটি ভেরিয়েন্টে একই রকম ডিজাইন, এলইডি হেডল্যাম্প, স্প্লিট সিট সেটআপ ও অ্যালয় হুইল রয়েছে।
তিনটি মডেলের সামনে একটি ৩২০এমএম ডিস্ক ও পিছনে একটি ২৩০ এমএম ডিস্ক রয়েছে। আল্ট্রাভায়োলেট এফ৭৭ মডেলে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, অ্যাডাপটিভ ড্যাশ লাইটনিং, অটো হেডলাইট অন/অফ, নেভিগেশন, গাড়ির লোকেটার, ফলস এবং ক্র্যাশ সেন্সর।

সংস্থার দাবি, এক চার্জে বাইকটি চলবে ৩০৮ কিলোমিটার। তাহলে ভারতে লঞ্চ হওয়া ই-বাইকের মধ্যে এটিই হবে সর্বোচ্চ গতিসম্পন্ন। এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে দেওয়া হয়েছে একটি ২৭ কিলোওয়াটের মোটর ও একটি ৭.১ কিলোওয়াটের ব্যাটারি। এটি একটি স্ট্যান্ডার্ড চার্জে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ও একটি বুস্ট চার্জে ৭৫ কিলোমিটার যেতে পারে।

রেকন ও স্পেশাল ভেরিয়েন্টে যথাক্রমে ২৯ কিলোওয়াট ও ৩০.২ কিলোওয়াটের মোটর দেওয়া হয়েছে। উভয় মডেলেই দেওয়া হয়েছে ১০.৩ কিলোওয়াটের ব্যাটারি। আল্ট্রাভায়োলেট এফ৭৭ রেকন ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪৭ কিলোমিটার এবং স্পেশাল ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার।

সুপারসনিক সিলভার, স্টিলথ গ্রে ও প্লাজমা রেড- এই তিনটি রঙে পাওয়া যাবে আল্ট্রাভায়োলেট এফ৭৭ স্ট্যান্ডার্ড ও রেকন বাইক। অন্যদিকে স্পেশাল ভেরিয়েন্ট মেটিওর গ্রে ও আফটারবার্নার ইয়েলোতে পাওয়া যাচ্ছে।

আল্ট্রাভায়োলেট এফ৭৭- এর দাম ৩ লাখ ৮০ হাজার (এক্স-শোরুম)। এর রেকন মডেলটির দাম ৪ লাখ ৫৫ হাজার টাকা রাখা হয়েছে। স্পেশাল ভেরিয়েন্টটির দাম ৫ লাখ ৫০ হাজার লাখ টাকা।