১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার ড্রোন হামলায় তছনছ গোটা কিয়েভ

ইমামা খাতুন
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্কঃ ধীরে ধীরে ইউক্রেনকে কোণঠাসা করছে রাশিয়া। ‘বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দুই দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রুশ বোমারু ড্রোন। ঝাঁকে ঝাঁকে আসা এসব ড্রোনের পাশাপাশি কিয়েভে হামলা চালাতে দু’টি ‘স্ট্র্যাটেজিক বম্বার’ ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

 

এই পরিস্থিতিতে রাজধানীতে বিশেষ সতর্কতা জারি করেছে ইউক্রেন। মূলত ক্রিমিয়ার সাথে সংযোগকারী কার্চব্রিজে বিস্ফোরণের ঘটনার পর থেকেই রাশিয়া কিয়েভসহ পুরো ইউক্রেনে হামলা জোরদার করেছে। গত ৩ মাস ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় ইরানের কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে ইউক্রেন অভিযোগ করছে। এসব হামলায় ইউক্রেনের অসামরিক অবকাঠামো বিশেষ করে জ্বালানি, পানিসহ গুরুত্বপূর্ণ পরিষেবা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ফলে পুরো কিয়েভ এক কথায় তছনছ হয়ে গেছে। গত শুক্রবার রাতে কিয়েভে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। এর দুইদিন পার না হতেই সোমবার ভোররাতেও ব্যাপক হামলা চালানো হয় ইউক্রেনের রাজধানীতে। একযোগে অন্তত ৩৫টি ড্রোন কিয়েভের ঘনবসতিপূর্ণ অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিতরণ কেন্দ্রগুলোতে হামলা চালায়।

 

ইউরোপে শুরু হয়ে গেছে প্রবল শীত আর তুষারপাত। এরই মাঝে ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত কিয়েভের বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ-পানিবিহীন তুষারে ঢাকা কিয়েভ ধীরে ধীরে ভুতুড়ে নগরীতে পরিণত হচ্ছে। গত শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই রাজধানী কিয়েভ দখল করতে চায় ক্রেমলিন। এ জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ ফৌজ। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লক্ষ ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন এ প্যাকেজে কয়েক লক্ষ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। আমেরিকাও ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা পাঠাতে চলেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার ড্রোন হামলায় তছনছ গোটা কিয়েভ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ধীরে ধীরে ইউক্রেনকে কোণঠাসা করছে রাশিয়া। ‘বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দুই দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রুশ বোমারু ড্রোন। ঝাঁকে ঝাঁকে আসা এসব ড্রোনের পাশাপাশি কিয়েভে হামলা চালাতে দু’টি ‘স্ট্র্যাটেজিক বম্বার’ ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

 

এই পরিস্থিতিতে রাজধানীতে বিশেষ সতর্কতা জারি করেছে ইউক্রেন। মূলত ক্রিমিয়ার সাথে সংযোগকারী কার্চব্রিজে বিস্ফোরণের ঘটনার পর থেকেই রাশিয়া কিয়েভসহ পুরো ইউক্রেনে হামলা জোরদার করেছে। গত ৩ মাস ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় ইরানের কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে ইউক্রেন অভিযোগ করছে। এসব হামলায় ইউক্রেনের অসামরিক অবকাঠামো বিশেষ করে জ্বালানি, পানিসহ গুরুত্বপূর্ণ পরিষেবা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ফলে পুরো কিয়েভ এক কথায় তছনছ হয়ে গেছে। গত শুক্রবার রাতে কিয়েভে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। এর দুইদিন পার না হতেই সোমবার ভোররাতেও ব্যাপক হামলা চালানো হয় ইউক্রেনের রাজধানীতে। একযোগে অন্তত ৩৫টি ড্রোন কিয়েভের ঘনবসতিপূর্ণ অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিতরণ কেন্দ্রগুলোতে হামলা চালায়।

 

ইউরোপে শুরু হয়ে গেছে প্রবল শীত আর তুষারপাত। এরই মাঝে ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত কিয়েভের বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ-পানিবিহীন তুষারে ঢাকা কিয়েভ ধীরে ধীরে ভুতুড়ে নগরীতে পরিণত হচ্ছে। গত শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই রাজধানী কিয়েভ দখল করতে চায় ক্রেমলিন। এ জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ ফৌজ। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লক্ষ ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন এ প্যাকেজে কয়েক লক্ষ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। আমেরিকাও ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা পাঠাতে চলেছে।