BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

সারমর্ম শুনে ইসলাম গ্রহণ সাইবেরিয়ার এক ব্যক্তি

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
Siberian Man Accept Islam
(ইসলাম গ্রহণের পর শেখ ড. সালাহ আল-বুদাইয়ের সঙ্গে বই হাতে সাইবেরিয়ান ব্যক্তি)

বিশকেক, ২৭ অক্টোবরঃ ইসলাম সম্পর্কে জানার প্রবল ইচ্ছে। মসজিদে নববীর ইমামকে কাছে পেয়ে জানতে চাইলেন ইসলাম কি? ইসলাম সম্পর্কে আরও জানতে একাধিক প্রশ্নও করেন সাইবেরিয়ার এক ব্যক্তি। ইমামের উত্তরে ইসলামের সারমর্ম শোনার পরই ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাইবেরিয়ার ওই ব্যক্তি।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের ইসলামিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন মসজিদে নববীর ইমাম ও ধর্ম প্রচারক শেখ ড. সালাহ আল-বুদাই। সেখানেই মসজিদে নববীর ইমামকে দেখে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছে প্রকাশ করেন সাইবেরিয়ার ব্যক্তি। কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর (প্রাগোভসা) ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি সামাজিক মাধ্যমে এ ঘোষণা করেছেন।

Read More: এবার শক্তি দেখাবে ইরানঃ হুঁশিয়ারি খামেনির

সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সাইবেরিয়ার ব্যক্তিকে শাহাদাহ পাঠ করাচ্ছেন শেখ আল-বুদাইর। প্রাগোভসা এক্স বার্তায় লিখেছেন, “সফরের সময়, শেখ আল-বুদাইর সঙ্গে দেখা করেছিলেন ইসলাম সম্পর্কে আগ্রহী সাইবেরিয়ার এক ব্যক্তি। ইসলাম সম্পর্কে জানতে চান তিনি। মসজিদে নববীর ইমামকে প্রশ্ন করেন সাইবেরিয়ার ব্যক্তি। তার প্রশ্নের উত্তরে ইসলাম ধর্মের সহনশীলতা এবং ভালবাসার মূল্যবোধের বিষয়ে ইসলামের সারমর্ম ব্যাখ্যা করতে শুরু করেন ইমাম।” ওই ব্যক্তিকে মুসলিম হিসাবে তার নতুন জীবন শুরু করার পরামর্শ দিয়েছেন মসজিদে নববীর ইমাম। নামাজ ও প্রতিদিন কুরআন পাঠ সহ ইসলামের অন্যান্য কর্তব্য পালনেরও পরামর্শ দিয়েছেন তিনি। দ্বীনকে সঠিক উপায়ে বোঝার ও ইসলামকে জানার জন্য ওই ব্যক্তিকে কয়েকটি ইসলামিক বইও উপহার দিয়েছেন শেখ আল-বুদাইর। একইসঙ্গে তাকে সত্যের পথে অবিচল থাকার জন্য আল্লাহ দরবারে দোয়া করেছেন তিনি।

Read More: রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ সমঝতা নয়, রাজনৈতিক পরিপক্কতা: ডি-ওয়াই চন্দ্রচূড়

এদিকে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ এবং গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আল-বুদাইর। সেখান থেকে দুটি পবিত্র মসজিদের ইমামদের সঙ্গে নিয়ে পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder