ফিলিস্তিনকে শর্তহীন সহায়তা পাঠাবে ইইউ

- আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 25
পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মুহাম্মদ শাত্তায়ের শীর্ষ মুখপাত্র আবদুল আতিরা জানান, ফিলিস্তিনের জন্য সহায়তা তহবিল পুনরায় চালু করার পক্ষে ভোটাভুটি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের। ভোটাভুটিতে শর্তহীনভাবে ফিলিস্তিনের হিমায়িত তহবিল মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ফিলিস্তিনকে শীঘ্রই ২২০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পাঠাবে ইইউ। উল্লেখ্য, ফিলিস্তিনের সবচেয়ে বড় দাতা হল ইইউ। এই সংস্থাটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মচারীদের মাসিক বেতন দিয়ে থাকে। ওয়েস্ট ব্যাঙ্কের অর্থনীতিকে সচল রাখতেও ইইউয়ের অবদান রয়েছে। ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা পাঠিয়েছে ইইউ। এর আগে ইসরাইলি চাপের মুখে ফিলিস্তিনকে সহায়তা বন্ধ করেছিল ইইউ। এখন নতুন করে ফিলিস্তিনের বিভিন্ন শহরের স্কুল ও হাসপাতালের উন্নয়নে ইইউ-এর সহায়তা পাঠানো হবে। ফিলিস্তিনি সরকারের বিভিন্ন খাতের ঋণ পরিশোধেও এই অর্থ ব্যবহার করা হবে।