পুবের কলম, ওয়েব ডেস্ক: আগামী শনিবার মোহনবাগান ক্লাব তাঁবুতে বসতে চলেছে এক্সিকিউটিভ কমিটির মিটিং। এই মিটিং নিয়ে ময়দানে প্রচুর আগ্রহের সৃষ্টি হয়েছে। কারন সেখানেই ভোটের দিনক্ষন চুড়ান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
গত জানুয়ারি মাসে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় যে সব বিষয়গুলি উঠে এসেছিল, সেগুলি নিয়ে শনিবার আলোচনার কথা রয়েছে। তবে আগ্রহের কেন্দ্রবিন্দু আসন্ন নির্বাচন। প্রসঙ্গত, সাধারণ সভায় সদস্যদের একটা বড় অংশ সময়মত নির্বাচন করানোর জন্য দাবি তুলেছিল।
গত বছরের ডিসেম্বর মাসে বাগানের এক্সিকিউটিভ কমিটির সভা হয়েছিল। সেখানেও মূল আলোচ্য বিষয় ছিল ক্লাবের আসন্ন নির্বাচন। এ দিকে আগামী ২৮ মার্চ মোহনবাগানের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে ক্লাবে নতুন নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। এখন দেখার শনিবার বাগান কতৃপক্ষ নির্বাচনের দিন ঘোষণা করেন কিনা।