২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সম্পত্তির দখল নিতে ডাইনি অপবাদে গ্রাম থেকে বের করা হলো পরিবারকে !

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 7

পুবের কলম প্রতিবেদকঃ মধ্যযুগীয় বর্বরতা! সম্পত্তি হাতানোর চেষ্টায় ডাইনি অপবাদে হেনস্তার অভিযোগ এক পরিবারকে। রীতিমতো সন্ধ্যার পর জোর করে বাড়ি থেকে বের করে এলাকাছাড়া করা হয় একটি পরিবারকে। গ্রামের প্রান্তে বসে থাকা ওই পরিবারকে উদ্ধার করে রাতে পুলিশ বাড়িতে ঢোকায়। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামে। ওই এলাকায় রানা পরিবারের এক মহিলাকে পাড়ার কিছু লোকজন ডাইনি অপবাদ দিয়ে নানারকম অত্যাচার করছিল বেশ কিছুদিন ধরে। বৃহস্পতিবার সন্ধ্যার পর মারধর করে বাড়ি ছাড়া করে দেওয়া হয় বলে ওই পরিবারের অভিযোগ।

 

বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গুড়গুড়িপাল থানায় জানিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের এক মহিলা সোনালী (নাম পরিবর্তিত) বলেন, “দু’বছর ধরে আমার শাশুড়িকে ওরা ডাইনি বলে হেনস্তা করে। প্রায় অশান্তি লেগে আছে। মাঝে কিছু দিন চুপ ছিল। আবার শুরু করেছে। গুড়গুড়িপাল থানার পুলিশ এসে সমাধান করে গিয়েছিল। তারপরও বৃহস্পতিবার রাতে লাঠি নিয়ে মারতে আসে ওরা। গ্রাম থেকে বের করে দেয়। রাতে আবার পুলিশ এসে সামাল দেয়। আমরা আতঙ্কে রয়েছি।”

 

বিজ্ঞানের শিক্ষকরা মনে করছেন, সম্পত্তি দখল এবং ব্যক্তিগত আক্রোশ থেকে প্রত্যন্ত গ্রাম এলাকায় এখনও এধরণের কুসংস্কার লক্ষ্য করা যাচ্ছে। সমাজে ওই পরিবারকে বিভিন্ন ভাবে ছোট করার চেষ্টায় বিভিন্ন কুসংস্কারকে আঁকড়ে ধরে। ঘটনায় প্রতিবেশী পতই দোলই, দীনেশ দোলই, নমিতা দোলই, শম্ভু দোলই সহ নয় জনের নামে অভিযোগ জানিয়েছে বলে পরিবারের থেকে জানানো হয়েছে।

 

স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তৃণমূল নেতা মানস দে মানছেন, সমস্যার কথা। তবে তিনি বলেন, মূলত জায়গা নিয়ে ওদের সমস্যা। দুই পক্ষের ঝগড়ার সময় হয়তো ডাইনি বলে গালিগালাজ করেছিল। গ্রামে অপবাদ দেওয়া হয় নি কাউকে। তিনি বলেন, বিষয়টি আলোচনা করে দ্রুত মিটিয়ে নেওয়া হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্পত্তির দখল নিতে ডাইনি অপবাদে গ্রাম থেকে বের করা হলো পরিবারকে !

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ মধ্যযুগীয় বর্বরতা! সম্পত্তি হাতানোর চেষ্টায় ডাইনি অপবাদে হেনস্তার অভিযোগ এক পরিবারকে। রীতিমতো সন্ধ্যার পর জোর করে বাড়ি থেকে বের করে এলাকাছাড়া করা হয় একটি পরিবারকে। গ্রামের প্রান্তে বসে থাকা ওই পরিবারকে উদ্ধার করে রাতে পুলিশ বাড়িতে ঢোকায়। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামে। ওই এলাকায় রানা পরিবারের এক মহিলাকে পাড়ার কিছু লোকজন ডাইনি অপবাদ দিয়ে নানারকম অত্যাচার করছিল বেশ কিছুদিন ধরে। বৃহস্পতিবার সন্ধ্যার পর মারধর করে বাড়ি ছাড়া করে দেওয়া হয় বলে ওই পরিবারের অভিযোগ।

 

বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গুড়গুড়িপাল থানায় জানিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের এক মহিলা সোনালী (নাম পরিবর্তিত) বলেন, “দু’বছর ধরে আমার শাশুড়িকে ওরা ডাইনি বলে হেনস্তা করে। প্রায় অশান্তি লেগে আছে। মাঝে কিছু দিন চুপ ছিল। আবার শুরু করেছে। গুড়গুড়িপাল থানার পুলিশ এসে সমাধান করে গিয়েছিল। তারপরও বৃহস্পতিবার রাতে লাঠি নিয়ে মারতে আসে ওরা। গ্রাম থেকে বের করে দেয়। রাতে আবার পুলিশ এসে সামাল দেয়। আমরা আতঙ্কে রয়েছি।”

 

বিজ্ঞানের শিক্ষকরা মনে করছেন, সম্পত্তি দখল এবং ব্যক্তিগত আক্রোশ থেকে প্রত্যন্ত গ্রাম এলাকায় এখনও এধরণের কুসংস্কার লক্ষ্য করা যাচ্ছে। সমাজে ওই পরিবারকে বিভিন্ন ভাবে ছোট করার চেষ্টায় বিভিন্ন কুসংস্কারকে আঁকড়ে ধরে। ঘটনায় প্রতিবেশী পতই দোলই, দীনেশ দোলই, নমিতা দোলই, শম্ভু দোলই সহ নয় জনের নামে অভিযোগ জানিয়েছে বলে পরিবারের থেকে জানানো হয়েছে।

 

স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তৃণমূল নেতা মানস দে মানছেন, সমস্যার কথা। তবে তিনি বলেন, মূলত জায়গা নিয়ে ওদের সমস্যা। দুই পক্ষের ঝগড়ার সময় হয়তো ডাইনি বলে গালিগালাজ করেছিল। গ্রামে অপবাদ দেওয়া হয় নি কাউকে। তিনি বলেন, বিষয়টি আলোচনা করে দ্রুত মিটিয়ে নেওয়া হবে।