উত্তর কোরিয়ায় প্রথম করোনা সংক্রমণ, কি পদক্ষেপ নিলেন কিম
- আপডেট : ১২ মে ২০২২, বৃহস্পতিবার
- / 4
পুবের কলম ওয়েবেস্কঃ দুবছর আগে করোনা ভাইরাসের দাপটে স্বন্ত্রস্ত হতে শুরু করে পৃথিবী। বিশ্বজুড়ে নানা দেশে ঝড়ের গতিতে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। লকডাউন জারি করা হয় নানা দেশে। কিন্তু সেই সময় উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন কোন সংক্রমণের ঘটনা ঘটেনি তাঁর দেশে। প্রায় দু বছরের বেশি সময় পর এই প্রথম করোনা রোগীর দেখা মিলল কিমের দেশে। যার জেরে উত্তর কোরিয়ায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।
রাজধানী পিয়ংইয়ংয়ে এক ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন এক বিবৃতিতে জানিয়েছেন “করোনা ভাইরাসকে সমূলে শেষ করতে হবে। এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ করতে হবে।” করোনা সংক্রমণ রুখতে বিগত দু বছর ধরে উত্তর কোরিয়া নিজের দেশের সীমান্ত বন্ধ রেখেছে। কিমের দাবি উত্তর কোরিয়ার জনগণ খুব দ্রুত এই অবস্থা থেকে বেরিয়ে আসবে।
তবে কিম যাই যাইবলুন কেন আন্তর্জাতিক কূটনীতিক মহ লের মতে উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি আরও জটিল করে দেশটির প্রায় ২ কোটি ৫০ লক্ষ মানুষের একজনকে টিকা দেওয়া হয়নি।
মহামারীর ফলে এমনিতেই দেশটির অবস্থা শোচনীয়। খাদ্যদ্রব্যের নাম আকাশ ছুঁয়েছে। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম এই পরিস্থিতি স্বীকার করে নিয়ে বলেছেন দেশে খাদ্য উৎপাদন কম হচ্ছে তাই এই সংকটের সময় দেশের মানুষের কম খবার খাওয়া উচিৎ।