১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘যুদ্ধবাজ’ নেতানিয়াহুর নেতৃত্বে নতুন ইসরাইলি সরকার গঠন

ইমামা খাতুন
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্কঃ নয়া সরকার গঠনের ঘোষণা করেছেন ইসরাইলের ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লিকুদ পার্টি জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সফলভাবে সরকার গঠনের কথা জানিয়েছেন নেতানিয়াহু। সরকার গঠনের সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ট্যুইট করে বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু।

 

ট্যুইটে বলেন, ‘আমি সরকার গঠন করতে পেরেছি।’ এর মাধ্যমে ইসরাইলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার গঠন হতে চলেছে। আর এই জোট সরকারের নেতৃত্বে রয়েছেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। সরকার গঠনে নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে অতি-ডানপন্থী জায়নিজম পার্টির প্রধান ইতামার বেন গভিরের সঙ্গে। গভিরকে স্বরাষ্ট্রমন্ত্রক ছেড়ে দিতে হয়েছে তাকে। নেতানিয়াহুর জোটে আরও দুই শরিক আছে, তারাও উগ্র ডানপন্থী।

 

এর আগে নেতানিয়াহুকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইসরাইলের প্রেসিডেন্ট। সেই সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই নেতানিয়াহুর দল লিকুদ পার্টির পক্ষ থেকে জানানো হয়, নেতানিয়াহু সরকার গঠনের জন্য আলোচনা শেষ করেছেন। তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যরা বিদেশ, প্রতিরক্ষা এবং বিচার বিভাগের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন।

 

তবে ইসরাইলের সবচেয়ে বেশিদিন ধরে প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহুর সামনের পথ যথেষ্ট কঠিন বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহুর জোটসঙ্গীরা কিছু ক্ষেত্রে কড়া নীতি নিয়ে চলার পক্ষে। সেই নীতি মেনে নিলে আমেরিকার সঙ্গে ইসরাইলের বিরোধ দেখা দিতে পারে।  সেই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনাও বাড়বে। আলোচনার সময় জোটসঙ্গীরা দু’টি বিষয়ের উপর খুবই জোর দিয়েছিল। পুলিশের উপর নিয়ন্ত্রণ যাতে তাদের হাতে থাকে এবং ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলের কর্তৃত্ব বাড়ানো।

 

উল্লেখ্য,  গত ১১ নভেম্বর ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সব দলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর নাম ঘোষণা করা হয়। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, নেসেটের ৬৪ জন সদস্য লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন।

 

গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত ১৫ বছর ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। ১ নভেম্বর নির্বাচনের পর সরকার গঠনে বুধবার পর্যন্ত সময় পেয়েছিলেন তিনি। অবশেষে সময়সীমা শেষ হওয়ার আগেই সরকার গঠনের ঘোষণা করলেন তিনি। তার সরকারে রয়েছে উগ্রডানপন্থী থেকে শুরু করে, ফিলিস্তিন বিরোধী যায়নবাদী দল ও গণহত্যায় অভিযুক্ত সন্ত্রাসীরাও।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘যুদ্ধবাজ’ নেতানিয়াহুর নেতৃত্বে নতুন ইসরাইলি সরকার গঠন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ নয়া সরকার গঠনের ঘোষণা করেছেন ইসরাইলের ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লিকুদ পার্টি জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সফলভাবে সরকার গঠনের কথা জানিয়েছেন নেতানিয়াহু। সরকার গঠনের সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ট্যুইট করে বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু।

 

ট্যুইটে বলেন, ‘আমি সরকার গঠন করতে পেরেছি।’ এর মাধ্যমে ইসরাইলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার গঠন হতে চলেছে। আর এই জোট সরকারের নেতৃত্বে রয়েছেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। সরকার গঠনে নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে অতি-ডানপন্থী জায়নিজম পার্টির প্রধান ইতামার বেন গভিরের সঙ্গে। গভিরকে স্বরাষ্ট্রমন্ত্রক ছেড়ে দিতে হয়েছে তাকে। নেতানিয়াহুর জোটে আরও দুই শরিক আছে, তারাও উগ্র ডানপন্থী।

 

এর আগে নেতানিয়াহুকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইসরাইলের প্রেসিডেন্ট। সেই সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই নেতানিয়াহুর দল লিকুদ পার্টির পক্ষ থেকে জানানো হয়, নেতানিয়াহু সরকার গঠনের জন্য আলোচনা শেষ করেছেন। তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যরা বিদেশ, প্রতিরক্ষা এবং বিচার বিভাগের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন।

 

তবে ইসরাইলের সবচেয়ে বেশিদিন ধরে প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহুর সামনের পথ যথেষ্ট কঠিন বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহুর জোটসঙ্গীরা কিছু ক্ষেত্রে কড়া নীতি নিয়ে চলার পক্ষে। সেই নীতি মেনে নিলে আমেরিকার সঙ্গে ইসরাইলের বিরোধ দেখা দিতে পারে।  সেই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনাও বাড়বে। আলোচনার সময় জোটসঙ্গীরা দু’টি বিষয়ের উপর খুবই জোর দিয়েছিল। পুলিশের উপর নিয়ন্ত্রণ যাতে তাদের হাতে থাকে এবং ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলের কর্তৃত্ব বাড়ানো।

 

উল্লেখ্য,  গত ১১ নভেম্বর ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সব দলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর নাম ঘোষণা করা হয়। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, নেসেটের ৬৪ জন সদস্য লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন।

 

গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত ১৫ বছর ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। ১ নভেম্বর নির্বাচনের পর সরকার গঠনে বুধবার পর্যন্ত সময় পেয়েছিলেন তিনি। অবশেষে সময়সীমা শেষ হওয়ার আগেই সরকার গঠনের ঘোষণা করলেন তিনি। তার সরকারে রয়েছে উগ্রডানপন্থী থেকে শুরু করে, ফিলিস্তিন বিরোধী যায়নবাদী দল ও গণহত্যায় অভিযুক্ত সন্ত্রাসীরাও।