সময় মত ফুল ফোটাতে পারেননি, কঠিন শাস্তির মুখে কিমের বাগানের মালীরা
- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের রোষানলে এবার মালীরা। অভিযোগ সময় মত ফুল ফোটাতে পারেনি তারা।
কিমের বাবার জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফুল সময়মতো না ফোটায় এর বাগানের মালীদের কঠিন সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ওই বিশেষ ধরনের ফুল চাষে তৈরি গ্রিনহাউজের ব্যবস্থাপককে ছয় মাস লেবার ক্যাম্পে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বৈরশাসক কিম। শাস্তির মুখে পড়েছেন দায়িত্বে থাকা আরও কয়েকজন।
১৬ ফেব্রুয়ারি ছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাবা কিম জং-ইলের জন্মদিন। স্থানীয়ভাবে এটি ‘ডে অব দ্য শাইনিং স্টার’ বা উজ্জ্বল তারার দিন বলে পরিচিত। প্রতি বছর এ দিনটি মহাধুমধাম করে উদযাপন হয় উত্তর কোরিয়ায়। এবারের আয়োজনের কেন্দ্রে থাকার কথা ছিল ‘কিমজঙ্গিলিয়া বেগোনিয়াস’ নামে একটি ফুল, যার নামকরণই হয়েছে কিম জং উনের বাবার নামে।
সময়মতো কিমজঙ্গিলিয়া না ফোটায় এবারের ‘ডে অব দ্য শাইনিং স্টার’র আয়োজনে ফুলটি সরবরাহ করা যাবে না শুনে বেজায় ক্ষেপেছে কিম প্রশাসন। এটি চাষের দায়িত্বে থাকা মালীদের কঠিন সাজা দিয়েছে তারা।
জানা যাচ্ছে , সামসু কাউন্টির হান নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কিমজঙ্গিলিয়া ও কিমিলসুঙ্গিয়া ফুল চাষে ব্যবহৃত একটি গ্রিনহাউজের প্রধান ছিলেন। তাকে ছ মাস লেবার ক্যাম্পে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কিমজঙ্গিলিয়া ফুলটি জাপানি উদ্ভিদবিজ্ঞানী কামো মোটোতেরু উদ্ভাবন করেছিলেন। তিনি উত্তর কোরিয়ার প্রয়াত নেতাকে অত্যন্ত সম্মান করতেন এবং তার সম্মানে ২০ বছর গবেষণা করে ফুলের নতুন জাতটি উদ্ভাবন করেন। এটি মূলত দক্ষিণ আমেরিকার টিউবারাস বেগোনিয়ার একটি হাইব্রিড জাত।