পবিত্র কাবার গিলাফ বদল হবে শনিবার

- আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী শনিবার পহেলা মহররম (৩০ জুলাই) পবিত্র কাবা শরিফের গিলাফ বদল হবে। হিজরি বছরের শুরুর দিন গিলাফ বদলের সিদ্ধান্ত নিয়েছেন দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। কাবা শরিফের গিলাফ হচ্ছে একটি বস্ত্রখণ্ড। কালো রেশমি এই বস্ত্রখণ্ড দিয়ে কাবাকে ঢেকে রাখা হয়। আরবি ভাষায় এটাকে বলা হয় কিসওয়া। প্রতি বছর ৯ যিলহজ অর্থাৎ পবিত্র হজের মধ্যেই আরাফাতের খুতবার দিন কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে। তবে এবার দীর্ঘদিনের সেই রেওয়াজে পরিবর্তন আনল সউদি সরকার। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হবে হিজরি বছরের প্রথমদিন বা পহেলা মহররম। এতে অংশ নেবেন ১৬৬ জন কারিগর। প্রেসিডেন্সির শেখ আবদুল রহমান আল-সুদাইস জানিয়েছেন, নতুন গিলাফ প্রস্তুত হয়ে গেছে। গিলাফটি ১৪ মিটার দৈর্ঘ্য ও ৯৫ সেন্টিমিটার প্রস্থের ৪১ খণ্ড রেশমি কাপড় জোড়া দিয়ে তৈরি করা হয়। চার কোনে সুরা ইখলাস স্বর্ণের সুতোয় বৃত্তাকারে খচিত থাকে। রেশমি কাপড়টির নিচে মোটা সাধারণ কাপড়ের লাইনিং থাকে। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন ৬৭০ কিলোগ্রাম এবং এতে ১২০ কেজি স্বর্ণের সুতা এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়। বর্তমানে গিলাফ তৈরিতে খরচ হয় ১ কোটি ৭০ লক্ষ সউদি রিয়াল।