২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কিয়েভ দখলই লক্ষ্য: কাদিরভ

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক : রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইসলামি চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনে সহায়তা করছে রমজানের দুর্ধর্ষ চেচেন বাহিনী।  সম্প্রতি কাদিরভ ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে চেচেন সেনাদলগুলির সঙ্গে কথা বলেন। তবে কাদিরভ ইউক্রেনে ঠিক কোথায় এবং কবে ছিলেন তা জানা যায়নি। এক ভিডিয়ো বার্তায় কাদিরভ বলেন, তাদের বাহিনীর লক্ষ্য এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করা। কাদিরভ প্রায়ই নিজেকে পুতিনের ‘পদাতিক সৈন্য’ হিসেবে তুলে ধরেন। তিনি কিয়েভ অঞ্চলে রাশিয়া সেনাবাহিনীর অংশ হিসেবে ব্যাপক অস্ত্রসজ্জিত চেচেন সেনাদের অন্য একটি ভিডিও পোস্ট করেছেন। উল্লেখ্য, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বারবার তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলেও তিনি সেসব অস্বীকার করেছেন। চেচেনিয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি মুসলিম প্রধান এলাকা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চেচেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দুইবার যুদ্ধ করে মস্কো। কিন্তু তারপর অঞ্চলটির পুনর্গঠনের জন্য প্রচুর অর্থ ঢালে রাশিয়া এবং স্বায়ত্তশাসনের অধিকার দেয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিয়েভ দখলই লক্ষ্য: কাদিরভ

আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক : রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইসলামি চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনে সহায়তা করছে রমজানের দুর্ধর্ষ চেচেন বাহিনী।  সম্প্রতি কাদিরভ ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে চেচেন সেনাদলগুলির সঙ্গে কথা বলেন। তবে কাদিরভ ইউক্রেনে ঠিক কোথায় এবং কবে ছিলেন তা জানা যায়নি। এক ভিডিয়ো বার্তায় কাদিরভ বলেন, তাদের বাহিনীর লক্ষ্য এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করা। কাদিরভ প্রায়ই নিজেকে পুতিনের ‘পদাতিক সৈন্য’ হিসেবে তুলে ধরেন। তিনি কিয়েভ অঞ্চলে রাশিয়া সেনাবাহিনীর অংশ হিসেবে ব্যাপক অস্ত্রসজ্জিত চেচেন সেনাদের অন্য একটি ভিডিও পোস্ট করেছেন। উল্লেখ্য, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বারবার তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলেও তিনি সেসব অস্বীকার করেছেন। চেচেনিয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি মুসলিম প্রধান এলাকা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চেচেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দুইবার যুদ্ধ করে মস্কো। কিন্তু তারপর অঞ্চলটির পুনর্গঠনের জন্য প্রচুর অর্থ ঢালে রাশিয়া এবং স্বায়ত্তশাসনের অধিকার দেয়।