পতনের ফের নতুন রেকর্ড গড়লো ভারতীয় টাকা

- আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতীয় টাকা লাগাতার নিজের অবমূল্যায়নের রেকর্ড নিজেই ভেঙে চলেছে। শুক্রবার টাকার মূল্যে পতনের এক নতুন রেকর্ড সৃষ্টি হল।
মার্কিন ডলারের তুলনায় এদিন টাকার দাম নেমে দাঁড়াল ৮২.৩২ টাকা। টাকার পতনের আপাতত এটাই সর্বকালীন রেকর্ড। এদিন টাকার মূল্যে পতন রুখতে ফের একবার মাঠে নামতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)কে।
লাগাতার চতুর্থ সপ্তাহতেও টাকার মূল্যে পতন অব্যাহত। চলতি সপ্তাহে ডলারের তুলনায় টাকার মূল্যে পতন ঘটেছে ১.২ শতাংশ। গত এক মাসে এই পতনের হার ৩.৫ শতাংশ।
একদিকে তেলের দাম আন্তর্জাতিক বাজারে আবার উর্দ্ধমুখী, অপরদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ (আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক) ফের একবার সুদ বাড়িয়ে ডলারকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
এরই মাঝে চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন তেল সংস্থা, প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে যে সংস্থাগুলি এবং আমদানিকারীদের মধ্যে ডলার কেনার হিড়িক পড়ে গেছে। অপর দিকে ইউরোর দাম আরও পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এশিয়ার অন্যান্যা মুদ্রা পড়েছে চাপের মুখে। এই পরিস্থিতিতে আগ্রাসী নীতি গ্রহণ করেছে মার্কিন ফেড রিজার্ভ। ২০২২ সালে ভারতীয় টাকার মূল্যে পতন ঘটেছে প্রায় ১১ শতাংশ যা ২০১৩ সালের পর টাকার সর্বাধিক অবনমন।
এদিকে মার্কিন আধিকারিকরা বলে চলেছেন তাদের দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে তারা লাগাতার সুদ বাড়িয়ে যাবেন।
এর ফলে ভারত থেকে বিদেশি লগ্নি উঠে যেতে শুরু করেছে তার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় শেয়ার বাজারের উপর। এই পরিস্থিতি চলতে থাকলে খুব শীঘ্রই ভারতীয় টাকা ডলারের তুলনায় ঘুরে দাড়াতে পারবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। টাকার পতন রুখতে ভারত সরকারের কোনও প্রচেষ্টাও চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।