১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিনের জন্য সিল করে দেওয়া হল ভারত-নেপাল সীমান্ত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মে ২০২২, বুধবার
  • / 3

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের জন্য আগামী তিনদিনের জন্য সিল করে দেওয়া হল ভারত-নেপাল সীমান্ত। বুধবার থেকে বন্ধ  হচ্ছে ভারত-নেপাল সীমান্ত। আগামী ১৩ মে নেপালে মিউনিসিপ্যাল নির্বাচন। সেজন্য ভারত, চিন লাগোয়া সমস্ত সীমান্ত বন্ধ করার ঘোষণা করেছে নেপাল প্রশাসন।

নেপাল প্রশাসন সূত্রের খবর, ১৩ মে ভোট থাকলেও সুরক্ষা নিশ্চিত করতে দুই দিন আগেই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ ও ১২ মে সীমান্ত বন্ধ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে।

এই বিষয়ে নেপালের ঝাঁপা জেলা প্রশাসন সীমান্ত বন্ধ রাখার ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ মে মধ্যরাত পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। এদিকে সরকারের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন ভারতের পানিট্যাঙ্কি সীমান্ত সংলগ্ন হাজার খানেক ব্যবসায়ী। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। শিলিগুড়ি হয়ে নেপালে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত পানিট্যাঙ্কির ব্যবসা নেপালের উপরেই নির্ভরশীল। তিনদিনে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। সীমান্ত বন্ধের কারণে তিনদিনের জন্য নেপালে কাজ করতে যেতে পারবেন না শ্রমিকরা। এই নির্বাচনের কারণে চিন লাগোয়া সীমান্তগুলিও বন্ধ করা হয়েছে বলে নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আগামী শনিবার থেকে ফের পানিট্যাঙ্কি সীমান্ত খুলে যাবে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিনদিনের জন্য সিল করে দেওয়া হল ভারত-নেপাল সীমান্ত

আপডেট : ১১ মে ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের জন্য আগামী তিনদিনের জন্য সিল করে দেওয়া হল ভারত-নেপাল সীমান্ত। বুধবার থেকে বন্ধ  হচ্ছে ভারত-নেপাল সীমান্ত। আগামী ১৩ মে নেপালে মিউনিসিপ্যাল নির্বাচন। সেজন্য ভারত, চিন লাগোয়া সমস্ত সীমান্ত বন্ধ করার ঘোষণা করেছে নেপাল প্রশাসন।

নেপাল প্রশাসন সূত্রের খবর, ১৩ মে ভোট থাকলেও সুরক্ষা নিশ্চিত করতে দুই দিন আগেই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ ও ১২ মে সীমান্ত বন্ধ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে।

এই বিষয়ে নেপালের ঝাঁপা জেলা প্রশাসন সীমান্ত বন্ধ রাখার ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ মে মধ্যরাত পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। এদিকে সরকারের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন ভারতের পানিট্যাঙ্কি সীমান্ত সংলগ্ন হাজার খানেক ব্যবসায়ী। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। শিলিগুড়ি হয়ে নেপালে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত পানিট্যাঙ্কির ব্যবসা নেপালের উপরেই নির্ভরশীল। তিনদিনে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। সীমান্ত বন্ধের কারণে তিনদিনের জন্য নেপালে কাজ করতে যেতে পারবেন না শ্রমিকরা। এই নির্বাচনের কারণে চিন লাগোয়া সীমান্তগুলিও বন্ধ করা হয়েছে বলে নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আগামী শনিবার থেকে ফের পানিট্যাঙ্কি সীমান্ত খুলে যাবে।