এ বছরেও দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ ঘোষণা কেজরি সরকারের, নিয়ম ভাঙলে কড়া শাস্তি

- আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ বড় ঘোষণা কেজরি সরকারের! এই বছরেও দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ রাজধানী। মূলত দূষণ রোধে এই সিদ্ধান্ত বলে দিল্লি সরকার সূত্রে খবর। আগামী বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত দিল্লিতে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বুধবার ৭ আগস্ট এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায়। এদিন নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, জনগণের জীবনকে নিরাপদে রাখতে ও তাঁদের জীবনকে দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত। তবে এই ঘটনা প্রথম নয়, দীপাবলির সময় বায়ু দূষণের বিপজ্জনক মাত্রার ও করোনা মহামারীর কারণে গত বছরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এদিনের টুইটে তিনি আরও লেখেন, নিষেধাজ্ঞা ভেঙে আতসবাজি তৈরি, মজুত বা বিক্রি করলে বিস্ফোরক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি এটাও জানিয়েছেন যে অনলাইনে পটকা বিক্রির উপরও নিষেধাজ্ঞা থাকবে এবং নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি এবং রাজস্ব বিভাগের সঙ্গে আলোচনা করার পরে একটি পরিকল্পনা তৈরি করা হবে। উল্লেখ্য, আতশবাজি ছাড়াও দীপাবলির সময় দিল্লিতে বায়ু দূষণ মারাত্মক আকার নেয় পাঞ্জাব ও হরিয়ানায় ধানের খড় পোড়ানোর কারণেও। আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হলেও প্রদীপ জ্বালানোর ওপর জোর দিচ্ছে দিল্লি সরকার। প্রত্যেক বছর দশেরা কিংবা দীপাবলি বিভিন্ন রাজ্যে পালিত হয় মহা সমারোহে আতশবাজি জ্বালিয়ে। দিল্লিও ব্যতিক্রম নয়। কিন্তু আতশবাজি জ্বালানোর পর দিল্লির দূষণের ছবি প্রকাশ্যে আসে প্রত্যেকবারই। তাই এবার আতশবাজি জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার।