১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচদিন পর রেল অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত কুর্মি সম্প্রদায়ের, এখনও নিয়ন্ত্রণে নয় পরিস্থিতি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক:  পুজোর মুখে কিছুটা হলেও স্বস্তি। দীর্ঘ ১০০ ঘন্টা ধরা চলা আন্দোলন থেকে আপাতত পিছু হটল কুর্মি সম্প্রদায়। দীর্ঘ পাঁচদিন পর রেল অবরোধ তুলে নেওয়া হল। সেই সঙ্গে সড়ক অবরোধও তুলে নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ। রেল অবরোধের জেলে বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়। ফলে বহু মানুষ আটকে পড়ে। আজ তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরে এই আন্দোলনের আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কুর্মি সমাজ। কুর্মি সম্প্রদায়ের  মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো জানান আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে পরে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত কথা জানান।

অজিত মাহাতো জানান, সন্তোষজনক আলোচনা হয়েছে। তার পরেই এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে আমাদের দাবি-দাওয়া সব পূর্ণ না হলে আবার লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গোটা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এখনও লোধাশুলি ও খেমাশুলিতে বিক্ষোভ অব্যাহত।

মূলত তপশিলি উপজাতিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সহ কয়েকটি দাবিতে আন্দোলনে সামিল হয়েছে কুর্মি সম্প্রদায়। দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভের বহিঃপ্রকাশের কারণেই এই আন্দোলন। কুর্মি জাতির স্বতন্ত্রতা বিপন্নকে সামনে রেখে তপশিলি উপজাতিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা দাবিতে বৃহত্তর আন্দোলনে শামিল হয় বাংলার কুর্মি সম্প্রদায়। এর আগেও দীর্ঘ ৫০ বছরের  বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুর্মি সম্প্রদায়। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই এবার লাগাতার রেল অবরোধে অভিযানে নামে কুর্মি সম্প্রদায়। ফলে সব থেকে সমস্যায় পড়ে সাধারণ যাত্রীরা।

মূলত  তিনটি দাবিকে সামনে রেখে প্রথমত, কুর্মি জাতিকে এসটি তালিকাভুক্ত, দ্বিতীয়ত, কুর্মালি ভাষাকে পাঠ্য করতে হবে এবং তৃতীয়ত সারনা ধর্ম চালু করতে হবে।

এদিকে আজও বাতিল বহু ট্রেন। এর মধ্যে রয়েছে ১. রাঁচি-খড়গপুর এক্সপ্রেস ২. ধানবাদ-টাটানগর এক্সপ্রেস ৩. খড়গপুর-টাটানগর এক্সপ্রেস ৪. হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ৫. ইস্পাত এক্সপ্রেস ৬. টাটানগর-দানাপুর এক্সপ্রেস ৭. হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ৮. স্টিল এক্সপ্রেস ৯. বোকারো-আসানসোল প্যাসেঞ্জার ১০.পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু- সহ একাধিক লোকাল ট্রেন।

গত বৃহস্পতিবার থেকে চলা রেল ও সড়ক অবরোধে সব থেকে সমস্যা যাত্রীরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচদিন পর রেল অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত কুর্মি সম্প্রদায়ের, এখনও নিয়ন্ত্রণে নয় পরিস্থিতি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  পুজোর মুখে কিছুটা হলেও স্বস্তি। দীর্ঘ ১০০ ঘন্টা ধরা চলা আন্দোলন থেকে আপাতত পিছু হটল কুর্মি সম্প্রদায়। দীর্ঘ পাঁচদিন পর রেল অবরোধ তুলে নেওয়া হল। সেই সঙ্গে সড়ক অবরোধও তুলে নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ। রেল অবরোধের জেলে বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়। ফলে বহু মানুষ আটকে পড়ে। আজ তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরে এই আন্দোলনের আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কুর্মি সমাজ। কুর্মি সম্প্রদায়ের  মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো জানান আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে পরে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত কথা জানান।

অজিত মাহাতো জানান, সন্তোষজনক আলোচনা হয়েছে। তার পরেই এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে আমাদের দাবি-দাওয়া সব পূর্ণ না হলে আবার লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গোটা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এখনও লোধাশুলি ও খেমাশুলিতে বিক্ষোভ অব্যাহত।

মূলত তপশিলি উপজাতিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সহ কয়েকটি দাবিতে আন্দোলনে সামিল হয়েছে কুর্মি সম্প্রদায়। দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভের বহিঃপ্রকাশের কারণেই এই আন্দোলন। কুর্মি জাতির স্বতন্ত্রতা বিপন্নকে সামনে রেখে তপশিলি উপজাতিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা দাবিতে বৃহত্তর আন্দোলনে শামিল হয় বাংলার কুর্মি সম্প্রদায়। এর আগেও দীর্ঘ ৫০ বছরের  বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুর্মি সম্প্রদায়। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই এবার লাগাতার রেল অবরোধে অভিযানে নামে কুর্মি সম্প্রদায়। ফলে সব থেকে সমস্যায় পড়ে সাধারণ যাত্রীরা।

মূলত  তিনটি দাবিকে সামনে রেখে প্রথমত, কুর্মি জাতিকে এসটি তালিকাভুক্ত, দ্বিতীয়ত, কুর্মালি ভাষাকে পাঠ্য করতে হবে এবং তৃতীয়ত সারনা ধর্ম চালু করতে হবে।

এদিকে আজও বাতিল বহু ট্রেন। এর মধ্যে রয়েছে ১. রাঁচি-খড়গপুর এক্সপ্রেস ২. ধানবাদ-টাটানগর এক্সপ্রেস ৩. খড়গপুর-টাটানগর এক্সপ্রেস ৪. হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ৫. ইস্পাত এক্সপ্রেস ৬. টাটানগর-দানাপুর এক্সপ্রেস ৭. হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ৮. স্টিল এক্সপ্রেস ৯. বোকারো-আসানসোল প্যাসেঞ্জার ১০.পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু- সহ একাধিক লোকাল ট্রেন।

গত বৃহস্পতিবার থেকে চলা রেল ও সড়ক অবরোধে সব থেকে সমস্যা যাত্রীরা।