শান্তি রক্ষার বার্তা মুসলিম বুদ্ধিজীবীদের

- আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: বিজেপির মুখপাত্র নূপুর শর্মা নবী মুহাম্মদ সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্যের নিন্দা করেছেন বিশ্বের মুসলিমরা। শুধু তাই নয়, এই ধরনের ঘৃণ্য প্রচেষ্টার প্রতিবাদ করেছেন। তার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজমোহন গান্ধি, আশুতোষ, রাম পুনিয়ানি, উদ্ধব ঠাকরে প্রমুখ।
স্বাভাবিকভাবে নবী সা.-কে অপমান করার প্রচেষ্টা বিশ্বাসী মুসলিমদের গভীরভাবে আহত করেছে। বাংলার বেশ কয়েকটি জায়গায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। এ বিষয়ে এক বিবৃতিতে বেশ কয়েকজন মুসলিম নেতা, ইমাম ও বুদ্ধিজীবী এক আহ্বান জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক পথে অবশ্যই জোরদার প্রতিবাদ করতে হবে। কিন্তু দেখতে হবে কোনও মতেই যেন শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত না হয়। নবী সা. স্বয়ং বলেছেন, তিনি ঈমানদারদের পছন্দ করেন কিন্তু ফাসাদকারীদের নয়। বিষয়টি প্রত্যেক ঈমানদার ব্যক্তি ও সংগঠনকে মনে রাখতে হবে।
এই বিবৃতি যারা সাক্ষর করেছেন তাঁদের মধ্যে রয়েছেন, নাখোদা মসজিদের ইমাম শফিক কাসেমী, ইমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান, পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান, মাওলানা ইসহাক মাদানী, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানসহ আরও অনেকে।