মাসের শুরুতেই স্বস্তির খবর, এক ধাক্কায় ৮৩.৫০ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

- আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম,ওয়েবডেস্ক: মাসের শুরুতেই সুখবর ব্যবসায়ীদের জন্য। এক লাফে অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলি এই মাসে এলপিজি সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমিয়েছে।
১লা জুন থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর ফলে কলকাতায় বৃহস্পতিবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়ে ১৮৭৫.৫০ টাকা হয়েছে। পাশাপাশি দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১৭৭৩ টাকা। একইভাবে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১৯৩৭ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৮.০৫ থেকে কমে ১৭২৫ টাকা হল।
উল্লেখ্য, এর আগে গত ১ এপ্রিল ও মে মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। মে মাসে ১৭১.৫০ টাকা দাম কমেছিল। অবশ্য মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল একলাফে।
প্রসঙ্গত, নিয়মানুযায়ী প্রত্যেক মাসের শুরুতেই বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বিবেচনা করে তেল কোম্পানিগুলি দাম নির্ধারণ করে। বিশ্ব বাজারে জ্বালানির ওঠানামার উপরে নির্ভর করে এলপিজি সিলিন্ডারের দামও কমানো বা বাড়ানো হয়। তবে আপাতত শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরই দাম কমানো হয়েছে। গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে অপরিবর্তিত। ফলে সিলিন্ডারের দাম কমার লাভ সাধারণ মানুষ নিতে পারছে না।