পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকে কমল, উচ্চ মাধ্যমিকে বাড়লো

- আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: এ বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমল। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লো।
এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্র রয়েছে ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২১। গতবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫। সেই তুলনায় এই বছর অনেকটাই কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। যদিও এর কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে। কারণ, মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন হয়েছিল প্রায় ৯ লাখ এবং পরীক্ষা দিচ্ছে প্রায় ৭ লাখ পড়ুয়া। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা। তার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে পর্ষদ। প্রশ্নপত্র যাতে বাইরে না বেরিয়ে যায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনও খামতি রাখছে পর্ষদ। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্র থাকছে এবং নজরদারির দায়িত্বে থাকছেন ৪০ হাজার পরীক্ষক। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন করা থাকবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের রিয়েলটাইম আপডেট পৌছে যাবে পর্ষদের কাছে। অ্যাডিশনাল ভ্যেনু সুপারভাইজার অ্যাপে রিয়েল টাইম আপডেট করবেন। পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলি থেকে তথ্য সংগ্রহ করা শুরু করবে। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানালেন, প্রায় সব জায়গাতেই প্রশ্ন পৌঁছে গিয়েছে।
পরীক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ব্যবস্থা সংক্রান্ত সব পরিকাঠামো একদম ঠিক আছে। ১৭-১৯ ফেব্রুয়ারির মধ্যে পুরো মডেলের ট্রায়াল চলবে।
মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রগুলিতে অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। পাশাপাশি অনলাইন পঠনপাঠন যে খুব একটা কাজে আসেনি, সেই কথাও এদিন উঠে আসে তাঁর কথায়। জানালেন, ভার্চুয়াল পঠনপাঠন কখনও ক্লাসরুমের পঠন পাঠনের বিকল্প হতে পারে না।
এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেওয়াজ ভেঙে, এ বছর মাধ্যমিকের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। উচ্চ মাধ্যমিকে এ বার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। সেই তুলনায় মাধ্যমিক পরীক্ষায় এ বারে পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লক্ষ ।
মাধ্যমিক পরীক্ষায় এ বারে পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লক্ষ। সচরাচর দেখা যায়, উচ্চ মাধ্যমিকের চেয়ে মাধ্যমিক পরীক্ষাতেই পরীক্ষার্থীর সংখ্যা বেশি থেকেছে। যদিও এর জন্য করোনার জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতিতেই দায়ি করছেন শিক্ষাবিদরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও তেমনই মনে করছে। তাদের মতে, করোনার সময় মাধ্যমিকে ১০০ শতাংশ পাস করানোতেই এমন নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে । এ বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকের চেয়ে প্রায় দেড় লক্ষ বেশি। যদিও ধারাবাহিক ভাবে এতদিন মাধ্যমিকেই পরীক্ষার্থীর সংখ্যা থেকেছে। ২০২১ সালে করোনার জেরে সকলকে পাস করিয়ে দেওয়ার নীতিই এই রদবদলের কারণ বলে মনে করা হচ্ছে। তাতে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে গিয়েছে বলে মত বিশিষ্টদের।