ডেউচা পাচামি শিল্পাঞ্চল এলাকায় বিজেপির হাতে থাকা একমাত্র পঞ্চায়েত হাতছাড়া হল

- আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
- / 5
কৌশিক সালুই, বীরভূম: জল্পনা আগেই ছিল , সেইমতো ডেউচা পাচামি শিল্পাঞ্চল এলাকার বিজেপির দখলে থাকা একমাত্র পঞ্চায়েত হাতছাড়া হল। মহম্মদ বাজার ব্লকের গণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ সমস্ত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য শনিবার শাসক দল তৃণমূল কংগ্রেস নাম লেখালেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার কথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, জেলা তৃণমূল সম্পাদক দেবাশীষ সাহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সম্প্রতি বিজেপি থেকে তুমুল কংগ্রেসে ঘর ওয়াপসি হয়েছে শুভাংশু চৌধুরীর। সদ্য তিনি মহম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলের কারণে বিজেপিতে যোগদান করেন এবং তার নিজের এলাকা গণপুর পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেন।
সাতটি সিট এর মধ্যে ছটি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, এছাড়াও আরও একটি পঞ্চায়েত সমিতি বিজেপি জিতে নেয়। গ্রাম পঞ্চায়েতের বিজেপির হয়ে জয়লাভ করা সমস্ত সদস্যরাই এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
শুভাংশু চৌধুরী বলেন,”এলাকার উন্নয়নের স্বার্থে গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিজেপি সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন”।