বিমানে আগুন, অক্ষত ১২৭ যাত্রী

- আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার ভেঙে মুখ থুবড়ে পড়ে একটি প্লেন। এরপরই সেটিতে আগুন ধরে যায়। এসময় প্লেনে ১১ ক্রু সহ ১২৬ আরোহী ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ডোমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গো শহর থেকে আসা রেড এয়ারের একটি ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় প্লেনের তিন আরোহী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়। বাকিদের উদ্ধার করা হয়েছে। মিয়ামি এভিয়েশন ডিপার্টমেন্টের মুখপাত্র গ্রেগ জানিয়েছেন, ল্যান্ডিং গিয়ার ভেঙে মুখ থুবড়ে পরার কারণেই প্লেনটিতে আগুন ধরে যায়। এরপর দমকল কর্মীরা প্লেনের আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
বিভিন্ন ছবি ও ভিডিয়োতে দেখা যায়, রানওয়ের পাশে ঘাসের ওপর মুখ থুবড়ে পড়া প্লেনটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং তা নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক রাসায়নিক ছেটাচ্ছেন দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে অন্তত তিনটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের পর বেশ কিছু ফ্লাইটের শিডিউল পিছিয়ে দেওয়া হয়।