উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা করতে এগিয়ে এলো সিউড়ি থানার পুলিশ
ইমামা খাতুন
- আপডেট :
১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 15
কৌশিক সালুই: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এবং পরীক্ষা দিতে বেরিয়ে পথে-ঘাটে যাতে কোনভাবেই সমস্যাই না পড়ে তার জন্য উদ্যোগ বীরভূমের সিউড়ি থানার পুলিশের। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশি সহায়তা কেন্দ্রের পাশাপাশি উচ্চ পদস্থ আধিকারিকেরা এলাকায় ঘুরলেন। করোনা অতিমারি পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি। জীবনের প্রথম বড় পরীক্ষা বলতে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সেই সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই অসুবিধায় না পড়েন তার জন্য পদক্ষেপ গ্রহণ পুলিশের। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের ইংরেজি এবং ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীদের বাংলা। আর এই পরীক্ষার সময় শহরের যানজটে যাতে কোনভাবেই আটকে না পড়ে পরীক্ষার্থীরা তার জন্য বিশেষ নজরদারি সিউড়ি থানার পুলিশের। শহরের সমস্ত পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন তারা। যে কোনো সমস্যাই পড়লে পরীক্ষার্থীরা বা তার অভিভাবক সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বার্তাও দেওয়া হয়েছে। সিউড়ি থানার আইসি মুহাম্মদ আলী বলেন,” পরীক্ষা দিতে বেরিয়ে যাতে কোনভাবেই কেউ সমস্যাই না পারেন তার জন্য নজরদারি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে”।