বেড়েই চলেছে টমেটোর দাম, কবে সস্তা হবে? জানাল কেন্দ্র

- আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: টমেটোর দাম দিন দিন আমজনতার ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সীমিত সরবরাহের কারণে এক সপ্তাহের মধ্যে টমেটোর দাম বেড়েছে প্রতি কিলোগ্রামে প্রায় দ্বিগুণ হারে। রিপোর্ট বলছে, কর্নাটকের কোলার পাইকারি এপিএমসি বাজারে গত সপ্তাহের শেষে ১৫ কেজি টমেটো বিক্রি হয়েছিল ১,১০০ টাকায়।
অভিজ্ঞ ব্যবসায়ীরা মনে করছেন, টমেটোর দাম ১০০ টাকায় গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। বাস্তবে, অনেক জায়গায় টমেটোর দাম কেজি প্রতি ৭০ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে।এনডিটিভির সঙ্গে একটি বিশেষ কথোপকথনে, ভোক্তা বিষয়ক বিভাগের সচিব রোহিত কুমার সিং বলেছেন যে টমেটোর দামের তীব্র বৃদ্ধি একটি সাময়িক সমস্যা।
টমেটোর দামের তীব্র ঊর্ধ্বগতি আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির জন্য। আগামী ১০-১৫ দিনের মধ্যে টমেটোর দাম কমবে। তিনি বলেন, “প্রতি বছর এই সময়ে এমনটা হয়।
টমেটো একটি অত্যন্ত পচনশীল খাদ্য পণ্য এবং হঠাৎ বৃষ্টিপাত এর পরিবহণে প্রভাব ফেলে।রোহিত কুমার সিং বলেন, “আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে আগামী কয়েক দিনের মধ্যে টমেটোর দাম কমতে চলেছে।” দিল্লির আজাদপুর বাজারে টমেটোর দামও দ্বিগুণ হয়েছে আগের সপ্তাহের তুলনায়। সেখানেও প্রতি কেজিতে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে টমেটো। হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি থেকে সীমিত সরবরাহের কারণে দিল্লির বাজারে টমেটোর দামের ব্যাপক বেড়েছে। উত্তরপ্রদেশের অনেক মান্ডিতে টমেটোর দাম (পাইকারি) বেড়ে ছুঁয়ে ফেলেছে প্রতি কেজিতে ৮০ টাকা। পঞ্জাব ও রাজস্থানের বাজারে প্রতি কিলো টমেটোর বাজারদর যথাক্রমে ৬০ ও ৬৫ টাকা।