১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজা আল-সুলতান আবদুল্লাহর  সিদ্ধান্তে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। বৃহস্পতিবার রাজা আবদুল্লাহ আনোয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানীর রাজপ্রাসাদে শপথবাক্য পাঠ করে আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা গ্রহণ করেন আনোয়ার ইব্রাহিম।

 

শনিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে প্রতিদ্বন্দ্বী দুই জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে দেশটি প্রথমবারের মতো ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়। নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জয় পায়। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাশনাল (পিএন) পায় ৭৩টি আসন।  কোনও দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় ১১২ আসন পায়নি। বর্তমানে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল নির্বাচনে ৩০টি আসন পায়।

 

কিন্তু তারা কোনও জোটকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিলে কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে রাজনৈতিক হিসেব আরও জটিল হয়। এই অচলাবস্থা অবসানের দায়িত্ব গ্রহণ করেন রাজা আল-সুলতান আবদুল্লাহ। তিনি শীর্ষ নেতা-মন্ত্রীদের সঙ্গে বসে জোট সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে বর্তমান সরকার প্রধানদের পরামর্শ গ্রহণ করেন। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হলে রাজা হস্তক্ষেপ করেন। তবে শেষ সুযোগ হিসেবে সোমবার দেশটির রাজা চূড়ান্ত নোটিশ জারি করেন। বলা হয়, মঙ্গলবারের মধ্যেই কোনও দলকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

 

দুপুর ২টার মধ্যে দলগুলোকে ২১৯টি সংসদীয় আসনের মধ্যে ১১২টি আসন নিয়ে জোট সরকার গঠনের জন্য তালিকা জমা দিতে বলা হয়। তালিকা পাওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। তবে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি। অবশেষে মালয়েশিয়ার নেতাদের মতামত বিবেচনা করে এবং বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সংসদে সর্বোচ্চ আসন প্রাপক আনোয়ার ইব্রাহিমকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেন রাজা।

 

তবে আনোয়ারের পাকাতান হারাপান পার্টি কোন দলের সঙ্গে জোট করে ক্ষমতায় যেতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত নাম আনোয়ার ইব্রাহিম। এক সময় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আনোয়ার ইব্রাহিম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন।

 

অবশেষে শপথ নিয়ে স্বপ্নের মসনদে বসেছেন তিনি। আনোয়ার ইব্রাহিম ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএনও-র সদস্য থাকাকালীন ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং ১৯৯১-১৯৯৮ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজা আল-সুলতান আবদুল্লাহর  সিদ্ধান্তে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। বৃহস্পতিবার রাজা আবদুল্লাহ আনোয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানীর রাজপ্রাসাদে শপথবাক্য পাঠ করে আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা গ্রহণ করেন আনোয়ার ইব্রাহিম।

 

শনিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে প্রতিদ্বন্দ্বী দুই জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে দেশটি প্রথমবারের মতো ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়। নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জয় পায়। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাশনাল (পিএন) পায় ৭৩টি আসন।  কোনও দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় ১১২ আসন পায়নি। বর্তমানে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল নির্বাচনে ৩০টি আসন পায়।

 

কিন্তু তারা কোনও জোটকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিলে কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে রাজনৈতিক হিসেব আরও জটিল হয়। এই অচলাবস্থা অবসানের দায়িত্ব গ্রহণ করেন রাজা আল-সুলতান আবদুল্লাহ। তিনি শীর্ষ নেতা-মন্ত্রীদের সঙ্গে বসে জোট সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে বর্তমান সরকার প্রধানদের পরামর্শ গ্রহণ করেন। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হলে রাজা হস্তক্ষেপ করেন। তবে শেষ সুযোগ হিসেবে সোমবার দেশটির রাজা চূড়ান্ত নোটিশ জারি করেন। বলা হয়, মঙ্গলবারের মধ্যেই কোনও দলকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

 

দুপুর ২টার মধ্যে দলগুলোকে ২১৯টি সংসদীয় আসনের মধ্যে ১১২টি আসন নিয়ে জোট সরকার গঠনের জন্য তালিকা জমা দিতে বলা হয়। তালিকা পাওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। তবে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি। অবশেষে মালয়েশিয়ার নেতাদের মতামত বিবেচনা করে এবং বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সংসদে সর্বোচ্চ আসন প্রাপক আনোয়ার ইব্রাহিমকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেন রাজা।

 

তবে আনোয়ারের পাকাতান হারাপান পার্টি কোন দলের সঙ্গে জোট করে ক্ষমতায় যেতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত নাম আনোয়ার ইব্রাহিম। এক সময় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আনোয়ার ইব্রাহিম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন।

 

অবশেষে শপথ নিয়ে স্বপ্নের মসনদে বসেছেন তিনি। আনোয়ার ইব্রাহিম ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএনও-র সদস্য থাকাকালীন ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং ১৯৯১-১৯৯৮ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।