ব্রহ্মা মন্দিরে পুজো দিয়ে মরুরাজ্যে ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রীর
ইমামা খাতুন
- আপডেট :
৩১ মে ২০২৩, বুধবার
- / 11
পুবের কলম,ওয়েব ডেস্ক: কর্নাটকের নির্বাচনের পর এবার পাখির চোখ মরুরাজ্য। কর্নাটক বিধানসভা ভোটে কার্যত মুখ থুবড়ে পরার পর রাজস্থানে ভোট প্রচারে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। পূর্ব পরিকল্পনা মাফিক বুধবার রাজস্থানের পুষ্করের পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজো দেন ব্রহ্মা মন্দিরে। পুজো পাঠ সম্পন্ন করে এদিন পদযাত্রা করেন তিনি। কেন্দ্র সরকারের নবম বর্ষপূর্তিতে সাফল্য স্থানীয় মানুষের সামনে তুলে ধরাই ছিল প্রচারের মূল আকর্ষণ।
এদিনের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ‘মহা জনসংযোগ’ প্রচারের সূচনা করেন মোদি। এই প্রচারের মূল লক্ষ্য হল রাজ্যবাসীর সামনে বিজেপির উন্নয়নের কর্মসূচী তুলে ধরা। তবে রাজনৈতিক মহল অবশ্য অন্য অঙ্ক দেখছে। চলতি বছরের শেষের দিকে মরুরাজ্যে বিধানসভা নির্বাচন। কংগ্রেস শাসিত এই রাজ্যে পাইলট-গেহলট গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যথেষ্ট অস্বস্তিতে দলের হাইকম্যান্ড।
আর একারণেই মোদিকে সামনে রেখে এবার প্রচার শুরু করে দিচ্ছে পদ্ম শিবির। আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ পরবর্তী এক মাস ধরে চলবে মহা জন সংযোগ অভিযান নামে ওই প্রচার কর্মসূচি।
দলীয় সূত্রে খবর, এই প্রচারে ৫১ টির বেশি র্যা লি ৫০০ টির বেশি জায়গায় জনসভা এবং ৫০০ টির বেশি লোকসভা ও ৪০০০ টির বেশি বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করবেন রাজ্যের বিজেপি নেতৃত্বরা। এছাড়াও বেশ কয়েক বিশিষ্ট পরিবারের সঙ্গে দেখা করবেন খোদ প্রধানমন্ত্রী।
ওই সব জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় স্তরের নেতারাও। কেন্দ্রের বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি নিজে সরকারের প্রচার কর্মসূচির সূচনা করেন। এছাড়াও,বেশ কয়েকটি সমাবেশে অংশ নেবেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিন ধাপে গোটা কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিন কংগ্রেস ও বিরোধী দলকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের পূর্বে ভ্রষ্টাচার ও দুর্নীতিতে জর্জরিত ছিল দেশ। আগে দেশ জুড়ে ঘন ঘন জঙ্গি হামলা হত। এখন সে সব ঘটনা অতীত। দেশে শান্তি ফিরেছে। উন্নয়ন হয়েছে।
চলতি বছরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। মোদি সরকারের সাফল্য তুলে ধরে ভোটপ্রবণ এই রাজ্যগুলির ওপর বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। প্রচার সভার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়েছে।
কেন্দ্রে দুই দফায় ৯ বছর পূরণ করেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। সরকারের কাজকর্মের সাফল্যের দিকটিকে হাতিয়ার করেই মাসব্যাপী প্রচার অভিযানের সিদ্ধান্ত নিয়েছে তারা। কর্নাটক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কার্যত সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। আর তারপরেই এই ভোটমুখী রাজ্যে জনসংযোগের ওপর বিশেষ নজরদারির ঘোষণা করা হয়েছে।