কর্নাটকে ফের হিজাব পরে কলেজে প্রবেশের আবেদন ফেরালেন অধ্যক্ষ

- আপডেট : ২৮ মে ২০২২, শনিবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: হিজাব ইস্যুতে সরব রয়েছে কর্নাটক। শনিবারও কর্নাটকে ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে কলেজে প্রবেশের অনুমতি চান শিক্ষার্থীরা। কিন্তু সেই দাবি নাকচ করে দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ ওই ছাত্রীদের বলেন, তারা যেন তাদের হিজাব লেডিস রুমে খুলে তবেই কলেজে প্রবেশ করেন। কিন্তু শিক্ষার্থীরাও অধ্যক্ষকে জানান, হিজাব খুলে রেখে ক্লাসে কলেজে প্রবেশ তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু অধ্যক্ষ শিক্ষার্থীদের আবেদন বাতিল করে দেন। এর পরে শিক্ষার্থীর লাইব্রেরিতে চলে যান। কিন্তু সেখানে প্রবেশে বাধার মুখে পড়েন তারা। পরে ক্লাস না করেই কলেজ থেকে বাড়ি ফিরতে বাধ্য হন ওই শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই জেলা প্রশাসকের কাছে হিজাব পরার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন কর্নাটকে ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রীরা। হিজাব পরার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় তারা।
কলেজের এক ছাত্রী জানিয়েছেন, আদালতে রায় মেনে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা দিয়েছি। তবে কলেজের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানানো হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। এর পর আমরা ভিসির কাছেও আবেদন রেখেছিলাম যে আমাদের ক্লাসে হিজাব পরতে দেওয়া হোক। কিন্তু ভিসি জানিয়ে দিয়েছেন তিনি নিরুপায়। তার এই ক্ষেত্রে কিছু করার নেই।
উল্লেখ্য, হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। হিজাব মামলার রায়দানে জানিয়ে দেয় কর্ণাটক হাইকোর্ট। চলতি বছরের জানুয়ারি-ফ্রেব্রুয়ারি মাসে হিজাব কাণ্ডে উত্তাল হয় কর্নাটকের উদুপি জেলা। তার পরেই বিক্ষোভের আঁচ অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে।