১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভেঙে পড়ল নাইটক্লাবের ছাদ, উদ্ধার ৯৮টি নিথর দেহ

ইমামা খাতুন
  • আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্ক: ডমিনিকান রিপাবলিকের স্যান্টো ডোমিংগোর জনপ্রিয় জেট সেট নাইটক্লাবে চলছিল প্রাণবন্ত মেরেঙ্গে কনসার্ট। গানের তালে তালে সবাই দোলাচ্ছিলেন শরীর৷ কিন্তু তার মধ্যেই বিপত্তি৷ হঠাৎই ছাদের বিশাল অংশ ধসে পড়ে। শুরুতে মৃতের সংখ্যা ১৫ বলে উল্লেখ করা হলেও তা দিনভর বাড়তে থাকে। বুধবার সর্বশেষ ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে এএফপি।

 

দুর্ঘটনার খবর পেতেই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিপর্যয় মোকাবিলার প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ‘এখনও ধ্বংসস্তূপের নীচে থেকে শব্দ পাচ্ছি। আমাদের ধারণা অনেকে সেখানে বেঁচে আছেন। সমস্ত মানুষের সন্ধান না পাওয়া পর্যন্ত আমরা থামব না। ড্রিল মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। প্রায় ৪০০ জন উদ্ধারকাজ চালাচ্ছেন। ’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনা যখন ঘটে তখন ক্লাবে ৫০০ থেকে ১ হাজার জন লোক ছিল। ক্লাবটিতে ৭০০ জন বসার এবং প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে থাকার ক্ষমতা রয়েছে। নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।

যত সময় গিয়েছে ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে মৃতের তালিকা। ওই কনসার্টে উপস্থিত ছিলেন বহু সেলেব্রিটি, রাজনীতিবিদ থেকে খেলার জগতের তারকারা। ছিলেন মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর এবং মেজর লীগ বেসবল তারকা নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজ। ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধারের পর গুরুতর আহত নেলসিকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেজর লিগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলেরও। মৃতের তালিকায় রয়েছেন আরও একজন বেসবল তারকা টনি এনরিক ব্লাঙ্কো ক্যাব্রেরা। মারা গিয়েছেন মেরেঙ্গু গায়ক রুবি পেরেজও।

ভয়াবহ দুর্ঘটনার পর ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি লুইস আবিনাদার শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। জেট সেট নাইটক্লাবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভেঙে পড়ল নাইটক্লাবের ছাদ, উদ্ধার ৯৮টি নিথর দেহ

আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ডমিনিকান রিপাবলিকের স্যান্টো ডোমিংগোর জনপ্রিয় জেট সেট নাইটক্লাবে চলছিল প্রাণবন্ত মেরেঙ্গে কনসার্ট। গানের তালে তালে সবাই দোলাচ্ছিলেন শরীর৷ কিন্তু তার মধ্যেই বিপত্তি৷ হঠাৎই ছাদের বিশাল অংশ ধসে পড়ে। শুরুতে মৃতের সংখ্যা ১৫ বলে উল্লেখ করা হলেও তা দিনভর বাড়তে থাকে। বুধবার সর্বশেষ ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে এএফপি।

 

দুর্ঘটনার খবর পেতেই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিপর্যয় মোকাবিলার প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ‘এখনও ধ্বংসস্তূপের নীচে থেকে শব্দ পাচ্ছি। আমাদের ধারণা অনেকে সেখানে বেঁচে আছেন। সমস্ত মানুষের সন্ধান না পাওয়া পর্যন্ত আমরা থামব না। ড্রিল মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। প্রায় ৪০০ জন উদ্ধারকাজ চালাচ্ছেন। ’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনা যখন ঘটে তখন ক্লাবে ৫০০ থেকে ১ হাজার জন লোক ছিল। ক্লাবটিতে ৭০০ জন বসার এবং প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে থাকার ক্ষমতা রয়েছে। নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।

যত সময় গিয়েছে ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে মৃতের তালিকা। ওই কনসার্টে উপস্থিত ছিলেন বহু সেলেব্রিটি, রাজনীতিবিদ থেকে খেলার জগতের তারকারা। ছিলেন মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর এবং মেজর লীগ বেসবল তারকা নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজ। ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধারের পর গুরুতর আহত নেলসিকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেজর লিগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলেরও। মৃতের তালিকায় রয়েছেন আরও একজন বেসবল তারকা টনি এনরিক ব্লাঙ্কো ক্যাব্রেরা। মারা গিয়েছেন মেরেঙ্গু গায়ক রুবি পেরেজও।

ভয়াবহ দুর্ঘটনার পর ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি লুইস আবিনাদার শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। জেট সেট নাইটক্লাবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।