২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গুলি করে ইউএফও ভূপাতিতের দাবি করল রুশ সেনা

ইমামা খাতুন
  • আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্কঃ  রুশ সেনাবাহিনী রাশিয়ার আকাশে ভেসে বেড়ানো একটি রহস্যজনক বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় মিডিয়া ওই বস্তুকে ইউএফও বলে প্রচার করছে। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশের ঘটনা এটি। রোস্তভের গভর্নর ভাসিলি গোলুবেভ এক পোস্টে লেখেন, ‘বলের মতো গোলাকার একটি ছোট বস্তু আকাশে প্রায় দেড় মাইল উচ্চতায় উড়তে দেখা যায়।

 

মিয়াসনিকোভস্কি জেলার সুলতান সালা গ্রামের আকাশে এটি দৃষ্টিগোচর হয়। আমরা তৎক্ষণাৎ রহস্যজনক বস্তুটি ভূপাতিত করার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও লেখেন, ‘আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের নিরাপত্তা নিশ্চিতে বাহিনী ও অস্ত্র মোতায়েন রয়েছে। আমাদের আকাশের পুরোটাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে।’ গভর্নরের বক্তব্য তুলে ধরে স্থানীয় মিডিয়া জানাচ্ছে, বলের মতো আকৃতির একটি ইউএফও ভূপাতিত হয়েছে।

 

প্রসঙ্গত, ইউএফও বা ভীনগ্রহীদের যান নিয়ে কৌতুহল দীর্ঘদিনের। ভিনগ্রহের বাসিন্দারা যে কোনও সময় ইউএফওতে চড়ে পৃথিবী দখলে আসতে পারে এমন ধারণায় বিশ্বাসী মানুষের সংখ্যা পশ্চিমা বিশ্বে কম নয়। তাই রাশিয়ার আকাশে ইউএফও দেখা ও তা ভূপাতিত করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ শুরু হয়েছে। তবে অনেকে বলছেন, কোনও ইউএফও নয় গুলি করে ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করেছে রশ সেনা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুলি করে ইউএফও ভূপাতিতের দাবি করল রুশ সেনা

আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  রুশ সেনাবাহিনী রাশিয়ার আকাশে ভেসে বেড়ানো একটি রহস্যজনক বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় মিডিয়া ওই বস্তুকে ইউএফও বলে প্রচার করছে। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশের ঘটনা এটি। রোস্তভের গভর্নর ভাসিলি গোলুবেভ এক পোস্টে লেখেন, ‘বলের মতো গোলাকার একটি ছোট বস্তু আকাশে প্রায় দেড় মাইল উচ্চতায় উড়তে দেখা যায়।

 

মিয়াসনিকোভস্কি জেলার সুলতান সালা গ্রামের আকাশে এটি দৃষ্টিগোচর হয়। আমরা তৎক্ষণাৎ রহস্যজনক বস্তুটি ভূপাতিত করার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও লেখেন, ‘আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের নিরাপত্তা নিশ্চিতে বাহিনী ও অস্ত্র মোতায়েন রয়েছে। আমাদের আকাশের পুরোটাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে।’ গভর্নরের বক্তব্য তুলে ধরে স্থানীয় মিডিয়া জানাচ্ছে, বলের মতো আকৃতির একটি ইউএফও ভূপাতিত হয়েছে।

 

প্রসঙ্গত, ইউএফও বা ভীনগ্রহীদের যান নিয়ে কৌতুহল দীর্ঘদিনের। ভিনগ্রহের বাসিন্দারা যে কোনও সময় ইউএফওতে চড়ে পৃথিবী দখলে আসতে পারে এমন ধারণায় বিশ্বাসী মানুষের সংখ্যা পশ্চিমা বিশ্বে কম নয়। তাই রাশিয়ার আকাশে ইউএফও দেখা ও তা ভূপাতিত করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ শুরু হয়েছে। তবে অনেকে বলছেন, কোনও ইউএফও নয় গুলি করে ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করেছে রশ সেনা।