আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করল রুশ সরকার

- আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করল। তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি সেসব দেশের ফ্লাইট রাশিয়ায় যাতায়াত করতে পারবে। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার এ ঘোষণায় বিশ্বের বহু দেশ বিপাকে পড়তে চলেছে। কারণ অ্যারোফ্লোটের অধিকাংশ বিমানই লিজ নেওয়া। অ্যারোফ্লোট এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা জানায়। এর আগে বিমান বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় রাশিয়ার অসামরিক বিমান পরিবহন সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেওয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকেরও বেশি লিজ নেওয়া বিমান। তবে দেশটির আভ্যন্তরীণ রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ কারণে অ্যারোফ্লোট এবং রাশিয়ার অন্যান্য বিমান সংস্থা পরিচালনা খুব কঠিন হয়ে পড়েছে। দেশটির অন্যান্য বিমান সংস্থাগুলোও শীঘ্র ফ্লাইট বাতিলের ঘোষণা দিতে পারে। এদিকে, রাশিয়ার এই নিষেধাজ্ঞায় বিপদে পড়বে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কারণ রাশিয়ার হয়ে চলাচল করা প্লেনের অর্ধেকেরও বেশি ভাড়ায় তথা লিজ নেওয়া। পশ্চিমা দেশগুলো চাইছিল এই বিমানগুলোকে অন্য দেশের মাটি থেকে কব্জা করে নিতে। কিন্তু রাশিয়ার এই নিষেধাজ্ঞার কারণে তাদের সেই আশা এখন পূরণ হচ্ছে না।