জ্বালানি তেল বিক্রি বন্ধ হল শ্রীলঙ্কায়

- আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
- / 5
পূবের কলম ওয়েবডেস্কঃ আগামী দুই সপ্তাহের জন্য সব ধরনের জ্বালানি তেল বিক্রি বন্ধের ঘোষণা করল শ্রীলঙ্কা। কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনগুলো সামান্য পরিমাণে তেল পাবে। সরকারি মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে জানান, ‘জরুরি পরিষেবা ছাড়া কারও কাছে জ্বালানি তেল বিক্রি করা হবে না।
কারণ দেশে যতটুকু তেল অবশিষ্ট আছে, তা আমরা জরুরি প্রয়োজনের জন্য বাঁচিয়ে রাখতে চাইছি। অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। আশা করি ১০ জুলাইয়ের পর পরিস্থিতির উন্নতি হবে।’ গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট প্রকট হয়ে উঠেছে। বিদেশি ঋণ পরিশোধে অক্ষম শ্রীলঙ্কা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।
অর্থের অভাবে তারা জ্বালানি তেল-সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সক্ষমতা হারিয়েছে। ইতিমধ্যে রাজধানী কলম্বো-সহ শহর এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয়ে কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। বৈদেশিক মুদ্রার মজুত, সংকটে জ্বালানি ও খাদ্য আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। তাই এখন ঋণ নিয়ে দাতা সংস্থার সঙ্গে আলোচনা চলছে। কম দামে জ্বালানি কেনার জন্য বিশ্বের অন্যতম বৃহৎ দুই তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ও কাতারে প্রতিনিধিদল পাঠিয়েছে শ্রীলঙ্কা।