২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুগন্ধি ‘বুনো ল্যাভেন্ডার’ ছেয়ে গেছে সউদির মরুভূমি

ইমামা খাতুন
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্ক: গত বছরের শেষের দিকে ভারি বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল সউদি আরবের একাংশ। বন্যা দেখা দিয়েছিল দেশটির পশ্চিমাঞ্চলেও। অথচ সেই একই  বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে উঠেছে দেশটির উত্তরাঞ্চলের জন্য।

বিশাল-বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধি ফুলে। সউদি-ইরাক সীমান্তের কাছাকাছি রাফা  অঞ্চলে ওই সুগন্ধি ফুলগুলো ফুটেছে বলেই জানা যাচ্ছে। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে যাচ্ছে সৌন্দর্যপিপাসু মানুষের দল।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মাদ আল মুতাইরি নামক এক পর্যটক জানিয়েছেন,শুধুমাত্র ফুলের এই বাহার দেখতে, ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে রাফা এসেছেন তিনি।

এদিন তিনি আরও বলেন, ‘সউদি আরবে এমন দৃশ্য দেখতে পাব, এমনটা আমরা আশাও করিনি। এই দৃশ্য আর ফুলের সুগন্ধ আত্মাকে তরতাজা করে তোলে।’ তিনি জানান, সুগন্ধি এই ফুলটির সউদি  আরবে ‘বুনো ল্যাভেন্ডার’ নামে পরিচিত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুগন্ধি ‘বুনো ল্যাভেন্ডার’ ছেয়ে গেছে সউদির মরুভূমি

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গত বছরের শেষের দিকে ভারি বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল সউদি আরবের একাংশ। বন্যা দেখা দিয়েছিল দেশটির পশ্চিমাঞ্চলেও। অথচ সেই একই  বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে উঠেছে দেশটির উত্তরাঞ্চলের জন্য।

বিশাল-বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধি ফুলে। সউদি-ইরাক সীমান্তের কাছাকাছি রাফা  অঞ্চলে ওই সুগন্ধি ফুলগুলো ফুটেছে বলেই জানা যাচ্ছে। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে যাচ্ছে সৌন্দর্যপিপাসু মানুষের দল।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মাদ আল মুতাইরি নামক এক পর্যটক জানিয়েছেন,শুধুমাত্র ফুলের এই বাহার দেখতে, ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে রাফা এসেছেন তিনি।

এদিন তিনি আরও বলেন, ‘সউদি আরবে এমন দৃশ্য দেখতে পাব, এমনটা আমরা আশাও করিনি। এই দৃশ্য আর ফুলের সুগন্ধ আত্মাকে তরতাজা করে তোলে।’ তিনি জানান, সুগন্ধি এই ফুলটির সউদি  আরবে ‘বুনো ল্যাভেন্ডার’ নামে পরিচিত।