বেসরকারি কিছু স্কুল সোমবার থেকে খুলছে! কেন এই সিদ্ধান্ত জানালেন কলকাতার বিশপ

- আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ সরকারি আর্জিকে উপেক্ষা করে এবার স্কুল খুলছে শহরে। আগামী সোমবার থেকেই সিএনআই- অধীনস্থ কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। পড়ুয়াদের ভবিষ্যত ও অভিভাবকদের আবেদনের ভিত্তিতেই সোমবার থেকে স্কুল খোলা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মূলত স্রোতের বিপরীতে গিয়ে স্কুল খোলা হচ্ছে এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল।
তবে এই সিদ্ধান্তে বেজাই খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা। খুলছে সেন্ট জেমস, প্র্যাট মেমোরিয়াল, লা মার্টিনিয়ার, স্কটিশ চার্চ কলেজিয়েটের মতো স্কুলগুলি।
বিগত কয়েক দিনে যে গরম ও অস্বস্তিকর পরিবেশ ছিল , আপাতত সেই আবহাওয়া থেকে পরিত্রাণ পেয়েছে রাজ্যবাসী। ইতিমধ্যেই শহরে বর্ষা ঢুকে গেছে। পড়ুয়াদের করোনাকালে যেই দুই বছর নষ্ট হয়েছে, কার্যত সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানালেন কলকাতার বিশপ।
উল্লেখ্য, রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথমে নির্ধারিত ছিল আগামী ১৫ জুন খুলবে স্কুল। কিন্তু সম্প্রতি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে রাজ্য সরকার। শিশুদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এর পরেই আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটির দিন বাড়ানো হয়েছে। রাজ্যের গরমের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি স্কুলগুলিতে এই নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর। বেসরকারি স্কুলগুলিও যাতে এই নির্দেশিকা মানে সেই অনুরোধ জানানো হয়।
আর তার পরেই স্রোতের বিপরীতে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা ভেবেই ২৬ এর বদলে ২০ তারিখ থেকেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল সিএনআই অধীনস্থ এই স্কুলগুলি।