০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝ রাতের নাটকের দ্বিতীয় পর্ব !

ইমামা খাতুন
  • আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার
  • / 17

REPRESENTATIVE IMAGE

পুবের কলম প্রতিবেদক: শনিবার মাঝরাতে প্রধানমন্ত্রীর বাসভবনে কি ঘটেছিল সেটা নিয়ে বিবিসি উর্দু রিপোর্ট করার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাকিস্তানের পালাবদলের রনাঙ্গন ন্যাশনাল এসেমব্লির বাইরে কি ঘটতে চলেছে সেদিকেও উৎসুক জনতা। পাকিস্তানের টিভিতেও দেখানো হচ্ছে হেলিকপ্টার নামছে প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রচার হচ্ছে ইমরান খান সরকারিভবন ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কিন্তু বিবিসির খবর ছিল বিপরীত। বিবিসি জানিয়েছে, ইমরান খান তার আইনি বিশেষজ্ঞ ও মন্ত্রিসভার কয়েকজন বিশিষ্টদের নিয়ে ইফতার বাদ আলোচনা করছিলেন। অপরদিকে সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা মুলতুবি করা হয়েছে কয়েক ঘন্টার জন্য।

 

 

ইমরান খানের সেই সভায় নাকি একজন নিরাপত্তা অফিসারকে (সেনা প্রধান) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই অফিসার দায়িত্ব থেকে সরেননি বরং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে হেলিকপ্টার করে উড়ে আসেন দুই জন আগন্তুক যাঁরা সেই বিশেষ বৈঠকে আমন্ত্রিত ছিলেন না। তাঁরা সেখানে এসে ইমরান খানের সঙ্গে ৪৫ মিনিট আলোচনা করেন, সেই আলোচনা ছিল নাকি উত্তেজনাপূর্ণ। আর সেই সময় সংবাদ মাধ্যম জানিয়ে দেয় ইমরান খান সেনা প্রধান বাজওয়াকে সরিয়ে দিতে চাইছেন। যদিও মন্ত্রী ফাওয়াদ চৌধুরি টুইটার মাধ্যমে জানিয়েছেন, এটা ভুল খবর। সেনা প্রধানকে সরানোর মতো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু বিবিসির খবরে প্রধানমন্ত্রীর বাসভবনে বিনা দাওয়াতে দুই আগন্তুক নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে সেটি এখনও রহস্যাবৃত।

 

রবিবার সেনা বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স বিবিসি’র খবর খন্ডন করে জানিয়েছে এই প্রখ্যাত সংবাদ সংস্থা সাংবাদিকতার নিয়ম ভঙ্গ করে মিথ্যা খবর ছড়িয়েছে। পাকিস্তানের মিডিয়া ‘দ্য ডন’ ইন্টার সার্ভিস বনাম বিবিসি’র জবাব পাল্টা জবাবের খবর করে দেখাতে চেয়েছে আসল নাটক নাকি রচনা হয়েছে পিএম বাসভবনে শনিবার মাঝ রাতেই।

 

ইন্টার সার্ভিস জানিয়েছে, বিদেশি রাষ্ট্রের হুমকি দেওয়া চিঠি কয়েকজনকে দেখানোর জন্য বিশেষ বৈঠকের খবর ভুয়ো, কিন্তু সংবাদ মাধ্যম জানিয়েছে, ইমরান খান যখন নতুন দায়িত্বশীল অফিসারের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় দু’জন অযাচিত আগন্তুক আসেন হেলিকপ্টারে তারপর পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। পাক মিডিয়ায় এখন আলোচনা সেই আগন্তুক কারা ছিলেন? বিনা দাওয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন গিয়েছিলেন? কি বার্তা দিতে এসেছিলেন তারা? নাকি ইমরান খানকে ধমক দিতে এসেছিলেন তাঁরা? আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে ইমরান কি সত্যই শেষ মুহুর্তে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে অপসারণ করতে চেয়েছিলেন? ইতিপূর্বে পাকিস্তানের প্রধানকে মিলিটারি সরিয়ে দিয়েছে বা আদালত সরিয়েছে কিন্তু ইমরান খান তো গণতান্ত্রিক উপায়ে সংসদে অনাস্থার মধ্য দিয়ে শক্তি পরীক্ষায় সম্মত ছিলেন আদালতের রায়ের পর। তাহলে শেষ পর্যন্ত কলকাঠি নাড়ল কে, আস্থা ভোট শুরুই হয়নি তখন, ইমরান তখনও প্রধানমন্ত্রী অথচ তাঁর আদেশ অমান্য হল এবং দুই আগন্তুক বিনা দাওয়াতে তাঁর বাসভবনে পৌঁছে গেলেন। এই রহস্য নিয়ে জল্পনা শুরু হয়েছে পাকিস্তানে।

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝ রাতের নাটকের দ্বিতীয় পর্ব !

আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: শনিবার মাঝরাতে প্রধানমন্ত্রীর বাসভবনে কি ঘটেছিল সেটা নিয়ে বিবিসি উর্দু রিপোর্ট করার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাকিস্তানের পালাবদলের রনাঙ্গন ন্যাশনাল এসেমব্লির বাইরে কি ঘটতে চলেছে সেদিকেও উৎসুক জনতা। পাকিস্তানের টিভিতেও দেখানো হচ্ছে হেলিকপ্টার নামছে প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রচার হচ্ছে ইমরান খান সরকারিভবন ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কিন্তু বিবিসির খবর ছিল বিপরীত। বিবিসি জানিয়েছে, ইমরান খান তার আইনি বিশেষজ্ঞ ও মন্ত্রিসভার কয়েকজন বিশিষ্টদের নিয়ে ইফতার বাদ আলোচনা করছিলেন। অপরদিকে সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা মুলতুবি করা হয়েছে কয়েক ঘন্টার জন্য।

 

 

ইমরান খানের সেই সভায় নাকি একজন নিরাপত্তা অফিসারকে (সেনা প্রধান) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই অফিসার দায়িত্ব থেকে সরেননি বরং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে হেলিকপ্টার করে উড়ে আসেন দুই জন আগন্তুক যাঁরা সেই বিশেষ বৈঠকে আমন্ত্রিত ছিলেন না। তাঁরা সেখানে এসে ইমরান খানের সঙ্গে ৪৫ মিনিট আলোচনা করেন, সেই আলোচনা ছিল নাকি উত্তেজনাপূর্ণ। আর সেই সময় সংবাদ মাধ্যম জানিয়ে দেয় ইমরান খান সেনা প্রধান বাজওয়াকে সরিয়ে দিতে চাইছেন। যদিও মন্ত্রী ফাওয়াদ চৌধুরি টুইটার মাধ্যমে জানিয়েছেন, এটা ভুল খবর। সেনা প্রধানকে সরানোর মতো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু বিবিসির খবরে প্রধানমন্ত্রীর বাসভবনে বিনা দাওয়াতে দুই আগন্তুক নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে সেটি এখনও রহস্যাবৃত।

 

রবিবার সেনা বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স বিবিসি’র খবর খন্ডন করে জানিয়েছে এই প্রখ্যাত সংবাদ সংস্থা সাংবাদিকতার নিয়ম ভঙ্গ করে মিথ্যা খবর ছড়িয়েছে। পাকিস্তানের মিডিয়া ‘দ্য ডন’ ইন্টার সার্ভিস বনাম বিবিসি’র জবাব পাল্টা জবাবের খবর করে দেখাতে চেয়েছে আসল নাটক নাকি রচনা হয়েছে পিএম বাসভবনে শনিবার মাঝ রাতেই।

 

ইন্টার সার্ভিস জানিয়েছে, বিদেশি রাষ্ট্রের হুমকি দেওয়া চিঠি কয়েকজনকে দেখানোর জন্য বিশেষ বৈঠকের খবর ভুয়ো, কিন্তু সংবাদ মাধ্যম জানিয়েছে, ইমরান খান যখন নতুন দায়িত্বশীল অফিসারের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় দু’জন অযাচিত আগন্তুক আসেন হেলিকপ্টারে তারপর পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। পাক মিডিয়ায় এখন আলোচনা সেই আগন্তুক কারা ছিলেন? বিনা দাওয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন গিয়েছিলেন? কি বার্তা দিতে এসেছিলেন তারা? নাকি ইমরান খানকে ধমক দিতে এসেছিলেন তাঁরা? আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে ইমরান কি সত্যই শেষ মুহুর্তে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে অপসারণ করতে চেয়েছিলেন? ইতিপূর্বে পাকিস্তানের প্রধানকে মিলিটারি সরিয়ে দিয়েছে বা আদালত সরিয়েছে কিন্তু ইমরান খান তো গণতান্ত্রিক উপায়ে সংসদে অনাস্থার মধ্য দিয়ে শক্তি পরীক্ষায় সম্মত ছিলেন আদালতের রায়ের পর। তাহলে শেষ পর্যন্ত কলকাঠি নাড়ল কে, আস্থা ভোট শুরুই হয়নি তখন, ইমরান তখনও প্রধানমন্ত্রী অথচ তাঁর আদেশ অমান্য হল এবং দুই আগন্তুক বিনা দাওয়াতে তাঁর বাসভবনে পৌঁছে গেলেন। এই রহস্য নিয়ে জল্পনা শুরু হয়েছে পাকিস্তানে।