২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে চাপে, জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 5

পুবেরকলম ওয়েবডেস্ক : দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বহু দেশের নিষেধাজ্ঞার মুখে পড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) দেশটির ন্যাশনাল করোনাভাইরাস কমান্ড কাউন্সিলের (এনসিসিসি) সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ধারণা করা হচ্ছে, নতুন ধরন ঠেকাতে দেশে আবার কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত নিতে পারেন সিরিল রামাফোসা।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) ২২ জনের শরীরে করোনার নয়া ধরণ ধরন শনাক্ত করেছে। এই খবর সামনে আসার পর থেকেই তৎপরতা শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শুক্রবার এই ইস্যুতে হু জরুরি বৈঠক ডাকে।এতে করোনার এই নয়া ধরনকে উদ্বেগজনক বলে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।

পরিস্থিতি এমনি যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জরুরিভিত্তিতে বৈঠক ডেকেছেন। বৈঠকটি রবিবার হওয়ার কথা।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ঠেকাতে একের পর এক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা শুরু করে দক্ষিণ আফ্রিকার ওপর। প্রথমে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার দক্ষিণাঞ্চলের সাতটি দেশ এখন বিভিন্ন দেশের ভ্রমণ বিধিনিষিধের আওতায় চলে আসছে।

এদিকে, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও মিসরও দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের ৭টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। সবশেষ বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে চাপে, জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবেরকলম ওয়েবডেস্ক : দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বহু দেশের নিষেধাজ্ঞার মুখে পড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) দেশটির ন্যাশনাল করোনাভাইরাস কমান্ড কাউন্সিলের (এনসিসিসি) সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ধারণা করা হচ্ছে, নতুন ধরন ঠেকাতে দেশে আবার কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত নিতে পারেন সিরিল রামাফোসা।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) ২২ জনের শরীরে করোনার নয়া ধরণ ধরন শনাক্ত করেছে। এই খবর সামনে আসার পর থেকেই তৎপরতা শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শুক্রবার এই ইস্যুতে হু জরুরি বৈঠক ডাকে।এতে করোনার এই নয়া ধরনকে উদ্বেগজনক বলে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।

পরিস্থিতি এমনি যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জরুরিভিত্তিতে বৈঠক ডেকেছেন। বৈঠকটি রবিবার হওয়ার কথা।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ঠেকাতে একের পর এক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা শুরু করে দক্ষিণ আফ্রিকার ওপর। প্রথমে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার দক্ষিণাঞ্চলের সাতটি দেশ এখন বিভিন্ন দেশের ভ্রমণ বিধিনিষিধের আওতায় চলে আসছে।

এদিকে, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও মিসরও দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের ৭টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। সবশেষ বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।