বাংলাদেশের তারকা ক্রিকেটার, অথচ ভাত খাচ্ছেন কলাপাতায়

- আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ ঘরের মাঠে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দুই ম্যাচে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ তে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলেও, শাকিব, মিরাজদের লড়াইয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। প্রায় জিতে যাওয়া টেস্টে হার স্বীকার করলেও, এই হারকেও নিজেদের নৈতিক জয় মনে করছেন পদ্মাপারের ক্রিকেটাররা। আর তেমনটা প্রকাশ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের আব-ভাবে।
যেমন ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষ করে শাকিব আল হাসান পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন নিজের গ্রামের বাড়ি মাগুরায়। সেখানেই চলছে তাদের ছুটি কাটানো। এর মাঝে সোশ্যাল সাইটে মাগুরার বাড়ির বেশ কিছু ছবি পোস্ট করেছেন শাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। যে ছবির মধ্যে দেখা যাচ্ছে, অবসর সময়ে গ্রামের বাড়ির উঠানে পিকনিকে মত্ত শাকিব। সেখানে ইটের উনুনে শাকিব ও তার স্ত্রী বড় একটা হাঁড়িতে রান্না করছেন।
সেই উঠোনেই শীতল পাটি বিছিয়ে কলাপাতায় ভাত খেতে বসে পড়লেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। তার এই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মন্তব্য, ‘এত বড় মাপের ক্রিকেটার হয়েও আর পাঁচটা সাধারণ মানুষের মতো মাটিতে বসে কলা পাতায় খাবার খেয়ে শাকিব প্রমাণ করলেন, তিনি কত বড় মনের মানুষ।’