আর্থসামাজিক উন্নয়নে মৎস্যজীবীদের পাশে রাজ্য সরকার

- আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
- / 8
কৌশিক সালুই, বীরভূম: মৎস্যজীবীদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। মৎস্যচাষিদের মাছ সংরক্ষণের জন্য সাইকেল সহ বাক্স এবং সরকারি প্রকল্পে বাড়ি দেওয়ার কাজ শুরু হল। সোমবার বীরভূমের সিউড়িতে জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী ওই প্রকল্পের উপভোক্তাদের হাতে তাদের সেই সরঞ্জাম তুলে দেন।
বীরভূম জেলার মৎস্যচাষিদের সাইকেলসহ মাছ সংরক্ষণ করার বাক্স তুলে দেওয়া হল। এদিন সিউড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে ৯৫ জনের হাতে তুলে দেওয়া হয়। এখন পর্যন্ত জেলাতে মোট ৪৮২ জনের হাতে ওই সংরক্ষণ বাক্স সাইকেলসহ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের হাতে। পুকুর থেকে মাছ ধরে খুচরো বা পাইকারি বাজারে নিয়ে যাওয়ার জন্য ওই বিশেষ সংরক্ষণ বাক্সগুলি মৎস্যজীবীদের দারুণ উপকারে লাগবে বলে মৎস্যদফতর সূত্রে জানা গিয়েছে।
মাছ অতি দ্রুত পচনশীল সেই বিষয়টি মাথায় রেখে ওই বিশেষ সংরক্ষণ বাক্স তৈরি করা হয়েছে। তাতে ২৪ ঘন্টা পর্যন্ত মাছ টাটকা অবস্থায় রাখা যাবে বলে জানা গিয়েছে।
এছাড়াও তপশিলি উপজাতিভুক্ত মৎস্যজীবীদের মধ্যে এখনো পর্যন্ত ৮২ জনকে সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।
জেলাজুড়ে সকল মৎস্যজীবীদের পর্যায়ক্রমে সাইকেলসহ ওই সংরক্ষণ বাক্স এবং তপশিলি উপজাতি মৎস্যজীবীদের গৃহ নির্মাণের জন্য টাকা দেওয়া হবে আগামীদিনে।
বীরভূম জেলা পরিষদের সভাধির প্রতি তথা সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মৎস্যজীবীদের জন্য ওই বিশেষ সংরক্ষণ করা বাক্স সাইকেলসহ দেওয়া হয়েছে এছাড়াও তপশীল উপজাতি মৎস্যজীবীদের গৃহ নির্মাণের জন্য সরকারি প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে”।