১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী হচ্ছে নিম্নচাপ , রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 11

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণ আন্দামান সাগরে আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নেবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আন্দামান সাগর এরপর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। বৃষ্টি হলে অস্বস্তি কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। একই পূর্বাভাস রয়েছে কলকাতার জন্যও।

বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর-দুই বর্ধমান-হাওড়া-হুগলি-নদিয়া- ঝাড়গ্রাম- পুরুলিয়া-বাঁকুড়ায়। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এরপর কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। ৮ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

প্রসঙ্গত, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পাঞ্জাব থেকে মনিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এটি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্রিশগড় জিহাদ এবং উত্তর বঙ্গের উপর দিয়ে আসাম হয়ে গেছে। আরো একটি অক্ষরেখা বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত তেলেঙ্গানার উপর দিয়ে। এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। শুক্রবার অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম ও মেঘালয়ে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে। বৃষ্টি হবে দক্ষিণের রাজ্য গুলিতেও।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শক্তিশালী হচ্ছে নিম্নচাপ , রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণ আন্দামান সাগরে আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নেবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আন্দামান সাগর এরপর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। বৃষ্টি হলে অস্বস্তি কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। একই পূর্বাভাস রয়েছে কলকাতার জন্যও।

বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর-দুই বর্ধমান-হাওড়া-হুগলি-নদিয়া- ঝাড়গ্রাম- পুরুলিয়া-বাঁকুড়ায়। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এরপর কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। ৮ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

প্রসঙ্গত, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পাঞ্জাব থেকে মনিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এটি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্রিশগড় জিহাদ এবং উত্তর বঙ্গের উপর দিয়ে আসাম হয়ে গেছে। আরো একটি অক্ষরেখা বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত তেলেঙ্গানার উপর দিয়ে। এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। শুক্রবার অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম ও মেঘালয়ে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে। বৃষ্টি হবে দক্ষিণের রাজ্য গুলিতেও।