১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াইসির ওপরে প্রাণঘাতী হামলায় অভিযুক্তদের হাইকোর্টে পাওয়া জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক: মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির ওপরে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মিম প্রধানের ওপর হামলার ঘটনায় হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। শুক্রবার সেই জামিন খারিজ করে দিল শীর্ষ আদালত।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিম প্রধানের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান আসাদউদ্দিন ওয়াইসি। এর পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই মামলা আদালতে পৌঁছায়। ইলাহাবাদ হাই কোর্ট দুই অভিযুক্তকে জামিন দেয়।

শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রায় বাতিল করে অভিযুক্তদের জামিন খারিজ করে দিল।
উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে নির্বাচনী কর্মসূচিতে দিল্লি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার পথে হাপুরের কাছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রাণে রক্ষা পান মিম প্রধান।

এর পরেই ওয়াইসিকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু সেই নিরাপত্তা প্রত্যাখ্যান করে দিয়ে মিম প্রধান জানিয়ে দেন, তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা চান না। ‘এ’ ক্যাটাগরির নাগরিক হিসেবেই থাকতে চান। এই দেশে একজন সাধারণ নাগরিকের যে নিরাপত্তা পাওয়া উচিত, সেটাই চান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াইসির ওপরে প্রাণঘাতী হামলায় অভিযুক্তদের হাইকোর্টে পাওয়া জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির ওপরে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মিম প্রধানের ওপর হামলার ঘটনায় হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। শুক্রবার সেই জামিন খারিজ করে দিল শীর্ষ আদালত।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিম প্রধানের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান আসাদউদ্দিন ওয়াইসি। এর পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই মামলা আদালতে পৌঁছায়। ইলাহাবাদ হাই কোর্ট দুই অভিযুক্তকে জামিন দেয়।

শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রায় বাতিল করে অভিযুক্তদের জামিন খারিজ করে দিল।
উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে নির্বাচনী কর্মসূচিতে দিল্লি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার পথে হাপুরের কাছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রাণে রক্ষা পান মিম প্রধান।

এর পরেই ওয়াইসিকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু সেই নিরাপত্তা প্রত্যাখ্যান করে দিয়ে মিম প্রধান জানিয়ে দেন, তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা চান না। ‘এ’ ক্যাটাগরির নাগরিক হিসেবেই থাকতে চান। এই দেশে একজন সাধারণ নাগরিকের যে নিরাপত্তা পাওয়া উচিত, সেটাই চান তিনি।