পঞ্চম শ্রেণির ছাত্রীকে স্কুলের বারান্দা থেকে ফেলে দিলেন শিক্ষিকা

- আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে স্কুলের বারান্দা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। শিক্ষিকার এই অনমানবিক আচরণে হতবাক সাধারণ মানুষ। শুক্রবার দিল্লির সরকারি করোলবাগের স্কুলে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রী দিল্লির বড়া রাও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষিকার নাম গীতা দেশওয়াল।
তিনি দিল্লির নগর নিগম বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। ওই স্কুলেরই পঞ্চম শ্রেণির ছাত্রী গীতা বন্দনাকে তিনি ক্লাসরুম লাগোয়া বারান্দা থেকে ছুড়ে নীচে ফেলে দিয়েছেন বলে অভিযোগ। ফেলার আগে তিনি গীতার উপর কাগজ কাটার কাঁচি দিয়ে আক্রমণ চালান। তার পরেই তাকে একতলার বারান্দা থেকে নীচে ফেলে দেন।
ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্কুলের অন্যান্য পড়ুয়াদের কথায়, গীতা দেশওয়াল নামে ওই শিক্ষিকা ক্লাস চলাকালীন রাগের বশে বন্দনাকে স্কুলের বারান্দা থেকে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। তার আগে তিনি কাঁচি দিয়েও শিশুটির উপর আক্রমণ চালান বলে অভিযোগ। স্কুলের অপর এক শিক্ষিকারও মারধরের বিষয়টি নজরে আসে। শিশুটিকে বারান্দা থেকে নীচে ছুড়ে ফেলার সময় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁরাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তারপর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। সাসপেন্ড করা হয়েছে ওই অভিযুক্ত শিক্ষিকা।