ফের বাড়বে তাপমাত্রা, ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ

- আপডেট : ২৭ মে ২০২৩, শনিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, ফের বাড়বে অস্বস্তিকর পরিবেশ। ফের একবার ব্যাটিং চালাবে দাবদাহ। সেক্ষেত্রে আরও একবার ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। যদিও এর মধ্যে কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৫ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। ফের তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে। এমনকী আগামী ৫ দিনের মধ্যে বেশ কিছু জেলায় পারা ৪০ ডিগ্রি পার করে যেতে পারে তাপমাত্রা।
কলকাতারই তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। অন্যদিকে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। তবে নিচের দিকের তিন জেলায় তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
প্রসঙ্গত, গোটা দেশেই বর্ষা এবারে খানিক দেরিতে আসছে। এর নেপথ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অভাব। আবহাওয়াবিদদের অনুমান, এই মরসুমে বর্ষা কেরলে প্রবেশ করবে ৪ জুন। মূলত কেরলে বর্ষা প্রবেশের পরই দেশের অন্যান্য রাজ্যে বর্ষা প্রবেশ করে। সেদিক থেকে বিচারে এবছর বঙ্গে বর্ষা প্রবেশ করতে জুনের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।