০৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তিনজনকে ধাক্কা বিচারকের গাড়ির, ধৃত মদ্যপ ড্রাইভার 

রফিকুল হাসান
  • আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্ক: মত্ত অবস্থায় এক মহিলা-সহ তিন জনকে ধাক্কা মারল বিচারকের গাড়ির চালক। ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে ফুলবাগানে।

জানা গেছে, এদিন সকালে ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনে একটি বিচারকের গাড়ি দাঁড়িয়েছিল। সেসময় ওই গাড়িতে বিচারক ছিলেন না। স্থানীয়দের সুত্রে খবর, বিচারকের ওই গাড়ির চালক কয়েক জন বন্ধুকে নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে মদ্যপান করছিলেন। তারপর তারা মত্ত অবস্থায় ওই গাড়ি চালিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি।

অভিযোগ, একজন পথচারীর পায়ের উপর দিয়েই চলে যায় ওই গাড়ির চাকা।বাকি আরও দু’ জনের ধাক্কা মারে গাড়িটি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি মদ্যপ ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গাড়িটির মালিক নিম্ন আদালতের বিচারক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিনজনকে ধাক্কা বিচারকের গাড়ির, ধৃত মদ্যপ ড্রাইভার 

আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মত্ত অবস্থায় এক মহিলা-সহ তিন জনকে ধাক্কা মারল বিচারকের গাড়ির চালক। ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে ফুলবাগানে।

জানা গেছে, এদিন সকালে ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনে একটি বিচারকের গাড়ি দাঁড়িয়েছিল। সেসময় ওই গাড়িতে বিচারক ছিলেন না। স্থানীয়দের সুত্রে খবর, বিচারকের ওই গাড়ির চালক কয়েক জন বন্ধুকে নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে মদ্যপান করছিলেন। তারপর তারা মত্ত অবস্থায় ওই গাড়ি চালিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি।

অভিযোগ, একজন পথচারীর পায়ের উপর দিয়েই চলে যায় ওই গাড়ির চাকা।বাকি আরও দু’ জনের ধাক্কা মারে গাড়িটি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি মদ্যপ ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গাড়িটির মালিক নিম্ন আদালতের বিচারক।