১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের মণ্ডপ যেন কুস্তির আখড়া! বর-কনের হাতাহাতি ঘিরে ভাইরাল ভিডিয়ো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ের মণ্ডপে কুরুক্ষেত্রের যুদ্ধ! বর-কনের একে অপরের সঙ্গে হাতাহাতি থেকে চুলের মুটি ধরে সপাটে পর পর থাপ্পড়! ভাইরাল ভিডিয়ো। দুজনকে শান্ত করতে গিয়ে হিমশিম খেতে হয় অন্যদের। অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, দুজনের ঝগড়া মেটাতে গিয়ে অন্যরাই উল্টে পড়ে যায়। বিয়ের মণ্ডপে বর-কনের হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

জানা গেছে,  বিয়ের মণ্ডপে সব কিছুই ঠিক-ঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে এই চরম অশান্তির সূত্রপাত। বর জোর করে মিষ্টি খাওয়াতে যায় কনেকে।   মিষ্টি প্রায় কনের মুখে ঠুসে দেওয়ার মতো করে খাওয়াতে দেখা যায় বরকে। আর তখনই রণংদেহী মূর্তি ধারণ করেন নব বিবাহিতা স্ত্রী।
চড়-থাপ্পড় কিছুই বাদ পড়েনি। বর চুলের মুঠি ধরে মারে তো, বৌ পালটা দেয়। বিয়ের মণ্ডপ রূপ নেয় কুস্তির আখড়ায়। পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টা বৃথা যায় পরিবারের লোকেদের।  নব দম্পতির মণ্ডপে তাদের বসার জন্য চেয়ার না পড়ে যাওয়া পর্যন্ত মল্লযুদ্ধ চালিয়ে যেতে থাকেন তারা।
ট্যুইটারে প্রায় ১ লক্ষের বেশি মানুষ স্বামী-স্ত্রীয়ের মধ্যে চলা এই চুলোচুলির ভিডিয়ো দেখেন। নেটিজেনদের মধ্যে একজনের বক্তব্য, ‘এটি সত্যি ঘটনা, নাকি সাজানো’!

অপর এক নেটাগরিক লিখেছেন, ‘এদের মধ্যেই কেউ বিয়ের মতো একটি পবিত্র সম্পর্কের জন্য উপযুক্ত নয়। ওদের চিরকাল একা থাকা উচিৎ’।
অপর এক নেটিজেন লিখেছেন, ‘এরা কি একই রাতে বিবাহ আর বিচ্ছেদের জন্য আবেদন করবেন’? অপর এক নেটাগরিকের মন্তব্য, ‘এই ধরনের ভিডিয়োগুলি টাকা উপার্জনের মাধ্যম ছাড়া আর কিছুই নয়’।

এর আগেও উত্তরপ্রদেশে বিয়ের মণ্ডপে পনির খাওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছিল নব দম্পতির দুই পরিবারের মধ্যে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়ের মণ্ডপ যেন কুস্তির আখড়া! বর-কনের হাতাহাতি ঘিরে ভাইরাল ভিডিয়ো

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ের মণ্ডপে কুরুক্ষেত্রের যুদ্ধ! বর-কনের একে অপরের সঙ্গে হাতাহাতি থেকে চুলের মুটি ধরে সপাটে পর পর থাপ্পড়! ভাইরাল ভিডিয়ো। দুজনকে শান্ত করতে গিয়ে হিমশিম খেতে হয় অন্যদের। অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, দুজনের ঝগড়া মেটাতে গিয়ে অন্যরাই উল্টে পড়ে যায়। বিয়ের মণ্ডপে বর-কনের হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

জানা গেছে,  বিয়ের মণ্ডপে সব কিছুই ঠিক-ঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে এই চরম অশান্তির সূত্রপাত। বর জোর করে মিষ্টি খাওয়াতে যায় কনেকে।   মিষ্টি প্রায় কনের মুখে ঠুসে দেওয়ার মতো করে খাওয়াতে দেখা যায় বরকে। আর তখনই রণংদেহী মূর্তি ধারণ করেন নব বিবাহিতা স্ত্রী।
চড়-থাপ্পড় কিছুই বাদ পড়েনি। বর চুলের মুঠি ধরে মারে তো, বৌ পালটা দেয়। বিয়ের মণ্ডপ রূপ নেয় কুস্তির আখড়ায়। পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টা বৃথা যায় পরিবারের লোকেদের।  নব দম্পতির মণ্ডপে তাদের বসার জন্য চেয়ার না পড়ে যাওয়া পর্যন্ত মল্লযুদ্ধ চালিয়ে যেতে থাকেন তারা।
ট্যুইটারে প্রায় ১ লক্ষের বেশি মানুষ স্বামী-স্ত্রীয়ের মধ্যে চলা এই চুলোচুলির ভিডিয়ো দেখেন। নেটিজেনদের মধ্যে একজনের বক্তব্য, ‘এটি সত্যি ঘটনা, নাকি সাজানো’!

অপর এক নেটাগরিক লিখেছেন, ‘এদের মধ্যেই কেউ বিয়ের মতো একটি পবিত্র সম্পর্কের জন্য উপযুক্ত নয়। ওদের চিরকাল একা থাকা উচিৎ’।
অপর এক নেটিজেন লিখেছেন, ‘এরা কি একই রাতে বিবাহ আর বিচ্ছেদের জন্য আবেদন করবেন’? অপর এক নেটাগরিকের মন্তব্য, ‘এই ধরনের ভিডিয়োগুলি টাকা উপার্জনের মাধ্যম ছাড়া আর কিছুই নয়’।

এর আগেও উত্তরপ্রদেশে বিয়ের মণ্ডপে পনির খাওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছিল নব দম্পতির দুই পরিবারের মধ্যে।