পশ্চিমারা আমাদের লুটতে চেয়েছিল: পুতিন

- আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্ক: ‘পশ্চিমারা ভারতবর্ষের মতো অঞ্চলে লুঠতরাজ চালিয়েছে। আমাদের দেশেও তারা সেই সুযোগ খুঁজছিল। কিন্তু আমরা তাদের সে সুযোগ দিইনি। রাশিয়াকে পশ্চিমা দুনিয়ার উপনিবেশে পরিণত হতে দিইনি।’
ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার পর এমনই বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার ইউক্রেনের ৪ অঞ্চলকে (দোনেৎস্ক; লুহানস্ক; খেরসন ও জাপোরিঝিয়া) রাশিয়ার অন্তর্ভুক্ত ঘোষণা করা হয়।
ওই অঞ্চলগুলোতে অনুষ্ঠিত গণভোটে রাশিয়ার বিজয় দাবি করে ক্রেমলিন। এ নিয়ে পশ্চিমা বিশ্ব উত্তাল হলেও এখন থেকে ইউক্রেনের মোট ভূখণ্ডের ১৫ শতাংশ রাশিয়ার নামে হয়ে গিয়েছে।
ক্রেমলিনের হলে দেওয়া ৩৭ মিনিটের ভাষণে বেশিরভাগ সময়ই আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযোগ করেন পুতিন।
তিনি বলেন; পৃথিবীর অন্যান্য দেশের মতো রাশিয়াকেও তারা নিজেদের উপনিবেশ বানানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
পুতিন অভিযোগ করেন; ‘পশ্চিমারা ভারতের মতো দেশে উপনিবেশ বানিয়ে লুটপাট চালিয়েছে। আফ্রিকা ও চিনকেও লুট করেছে। রাশিয়াকেও উপনিবেশ বানানোর চেষ্টা করেছিল তারা। কিন্তু আমরা আমাদের দেশকে উপনিবেশে পরিণত হতে দিইনি।’