অন্ধকারে ডুবেছে তুরস্ক, রাতের অন্ধকারে কনকনে ঠান্ডায় খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছে ধনী থেকে গরিব

- আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধকারের ডুবে আছে গোটা তুরস্ক। মাইনাস ডিগ্রি তাপমাত্রায় রাত কাটাচ্ছে ধনী থেকে গরিব। আলো বলতে ভরসা গাড়ির হেডলাইট। পুরো তুরস্কই অন্ধকারে নিমজ্জিত। ছোট ছোট তাঁবু খাটিয়ে হাড়কাঁপানো ঠান্ডায় কোনও রকমে দিন গুজরান।
তুরস্কের মৃত্যুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। শুধুই তুরস্কেই ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে গেছে ৭৫ হাজারের উপরে। ১৯৯৯ সালে তুরস্কে হওয়া ভূমিকম্পে ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে চলেছে ৭৯ ঘণ্টা ধবংসস্তূপের নীচে আটকে থাকার পর একটি দু বছরের শিশুকে তুরস্কের হাতায় থেকে উদ্ধার করা হয়েছে। বহু মানুষ তাদের প্রিয়জনদের অপেক্ষায়। কিন্তু যত সময় এগোচ্ছে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হচ্ছে। এভিয়েশন জায়ান্ট বোয়িং তুরস্ককে ৪ কোটির বেশি আর্থিক সাহায্য করেছে। তুরস্ক বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, ১১ হাজারের বেশি উদ্ধারকারী কর্মীরা কাজ করছেন। ট্রাক্টর, ক্রেন, বুলডোজার এবং খননকারী সহ ৫,৫০০টিরও বেশি যানবাহন পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে ৯৫টি দেশ তুরস্ককের পাশে দাঁড়িয়েছে।