২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
হাওড়ায় জরুরি ভিত্তিতে চলছে স্বাস্থ্য সাথী কার্ড তৈরির কাজ

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 5
আইভি আদক, হাওড়াঃ হাওড়া নিউ কালেক্টর বিল্ডিং এ চলছে তৎক্ষণাৎ স্বাস্থ্য সাথী কার্ড বানানোর কাজ। মূলত যে সমস্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন বা আপাতত গুরুতর অসুস্থ রয়েছেন কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড নেই তাদের জন্যই এদিন জরুরি ভিত্তিতে এই কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি দেখা গিয়েছে, বেশকিছু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ আসছে।
এই বিষয়ে কড়া নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাফ জানিয়ে দিয়েছেন, কোন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।