অযোধ্যায় বুলডোজার আছে আর এখানে গণতন্ত্র, বিরোধীদের খোঁচায় মন্তব্য ফিরহাদের

- আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার
- / 2
পুবের কলম প্রতিবেদক: আর মাত্র কয়েক সপ্তাহ। তারপরেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। তার আগে শনিবার অযোধ্যা ধাম স্টেশন এবং মহর্ষি বাল্মিকী বিমান বন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ একইসঙ্গে দুটি অমৃত ভারত এবং ছয়টি বন্দে ভারত ট্রেনেরও সূচনা করেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারের এই উদ্যোগকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে বিরোধীদের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ফিরহাদ বলেন, “ওখানে বুলডোজার আছে আর এখানে গণতন্ত্র আছে।” শুধু তাই নয়, অযোধ্যায় উত্তপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের অতিসক্রিয়তাকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “অযোধ্যায় যা হচ্ছে, তা মরণকালে হরির নাম।”
এদিকে, বিরোধীদের অভিযোগ রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নাকি কাটছে না জমি জট। তাই দেরি হচ্ছে, মেট্রোর কাজ শেষ করতে। শনিবার পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে বিরোধীদের এই অভিযোগের পাল্টা জবাব দিয়ে মেয়র বলেন,”ওখানে বুলডোজার আছে, এখানে গণতন্ত্র আছে। ওখানে যেভাবে কাজ করা হচ্ছে তাতে মানুষ ভয় পায়। এখানে গণতন্ত্র আছে। এখানে ওরকম ভাবে উচ্ছেদ করা হয় না। আমরা বুঝিয়ে সুজিয়ে কাজ করি।”
তিনি আরও বলেন, “করেছি তো আমরা। নাহলে এতগুলো মেট্রো প্রকল্প হচ্ছে কি করে? আমরা তো জায়গা দিয়েছি। কয়েক হাজার কোটি টাকা আমরা মুকুব করে দিয়েছি, সেই জায়গা দিয়ে। এতগুলো রাস্তার প্রকল্প হচ্ছে কি করে। অযোধ্যা আমি করতে পারব না। কারণ ওখানে বুলডোজার চলে আর এখানে মানুষের অধিকার চলে। মানুষকে বুঝিয়ে উন্নয়নের জন্য আমরা নিশ্চিতভাবে কাজ করি।”
প্রসঙ্গত, শনিবার অযোধ্যা ধাম স্টেশন থেকে ২টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এর মধ্যে একটি ট্রেনের রুট মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত। এই ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া যাবে উত্তরপ্রদেশে। রামমন্দির উদ্বোধনের পরেও চার মাস দেশজুড়ে সেই অনুষ্ঠান চলবে। তবে, এই পুরো বিষয়টাকেই আসন্ন লোকসভা ভোটের আগে তৈরি করা গিমিক বলেই মনে করছে রাজ্যের শাসক দল তৃণমূল।