তেল কেনার টাকা নেই, শ্রীলঙ্কার রাজকোষ শূন্য

- আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্কঃ সংকট নিরসনের উপায় কী হবে তা ভেবেই দিন কাটছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংয়ের। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এখন চরমে। এমতাবস্থায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তিনি শ্রীলঙ্কার আর্থিক অবস্থার কথা জানান। বলেন, হাতে মাত্র একদিনের মতো পেট্রল আছে। রাজকোষ প্রায় শূন্য। তাঁর দাবি, অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কার এখন ৭.৫ কোটি ডলার প্রয়োজন। বলেন, ‘এই মুহূর্তে আমাদের হাতে মাত্র এক দিনের পেট্রল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময় হবে।’ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এমন ভাষণ বোধ হয় আর কাউকে দিতে হয়নি। প্রথম ভাষণেই স্বীকার করে নিতে হয়েছে, দেশ কঠিন সংকটের মুখে। কোন পথে সমাধান তাও জানা নেই। রনিল বলেন, ‘সত্যকে লুকানোর ইচ্ছা নেই আমার। জনগণকে মিথ্যা বলতে চাই না। আসলে দেশে চরম সংকট চলছে। আমাদের হাতে মাত্র একদিনের জ্বালানি রয়েছে। বন্দরে তেলভর্তি জাহাজ রয়েছে। কিন্তু আমাদের হাতে ডলার না থাকায় সেসব তেলও আমাদের দিতে কেউ রাজি নয়। সুতরাং আগামী দিনে সংকট নিশ্চিতভাবে বাড়ছে। তার জন্য প্রস্তুত থাকতে হবে। আপাতত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি’। নতুন প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েকটি মাস শ্রীলঙ্কার সব নাগরিকের জন্যই খুব কঠিন যাবে। এই সময়ে ত্যাগ স্বীকার করা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিদেশি সহযোগীরা সাহায্যের আশ্বাস দিয়েছে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘এরপরও আমাদের কিছুটা ধৈর্য্য ধরতে হবে’।