নিলামে মারাদোনার গাড়ি-বাড়ি কেনার লোক নেই
- আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
- / 3
পুবের কলম ওয়েবডেস্কঃ নিলামে উঠেছে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার বাড়ি, গাড়ির পাশাপাশি ব্যবহৃত জিনিস। বেশ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেলেও, তা কেনার লোক পাওয়া যাচ্ছে না। তার ব্যবহার করা প্রায় ৮৭টি জিনিস নিলামে তোলার দায়িত্ব পেয়েছিল একটি সংস্থা। রবিবার সেগুলি নিলামে তোলা হলেও সেভাবে ক্রেতা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে নিলামের মেয়াদ বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আয়োজকরা জানিয়েছে, লাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এবং দুবাই থেকে ওই নিলামে অংশগ্রহণ করে ১৫০০ জনেরও বেশি ক্রেতা। কিন্তু চড়া দাম দিয়ে নিলাম থেকে মারাদোনার ব্যবহার করা জিনিস কিনতে কেউই সেভাবে আগ্রহ দেখাচ্ছে না।
মারাদোনার ব্যবহার করা যে জিনিসগুলি এখনও নিলামে অবিক্রীত থেকে গিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে সমুদ্রতীরবর্তী তার অ্যাপার্টমেন্ট, দুটি বিএমডাব্লিউ গাড়ি এবং তার বাবা-মায়ের জন্য বাড়ি। বাবা-মায়ের জন্য কেনা বাড়িটির নিলামে মূল্য ধরা হয়েছিল ৯ লক্ষ ডলার। ৬৫ হাজার ডলার ধরা হয় সমুদ্রতীরবর্তী অ্যাপার্টমেন্টটির। এ ছাড়া দুটি বিএমডাব্লিউ গাড়ির দাম ছিল ২২৫০০০ ডলার এবং ১৬৫০০০ ডলার। একই সঙ্গে ছিল হুন্দাই ভ্যানের মূল্য ৩৮ হাজার ডলার। কিন্তু এগুলোর জন্য কোনো এখনও পর্যন্ত কোনও ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। যদিও মারাদোনার ব্যবহার করা নীল ফিতে যুক্ত খড়ের টুপি বিক্রি হয়েছে। আগে নিলামে তার দাম ধরা হয়েছিল ২০ ডলার। প্রথম প্রস্তাব ছিল ৫০ ডলার। শেষ পর্যন্ত তা ৩২০ ডলারে বিক্রি হয়। একই সঙ্গে ভেনেজুয়েলার পতাকার রঙের একটি টুপিও নিলাম হয়েছে ৫২০ ডলারে। যেটি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কাছ থেকে পেয়েছিলেন মারাদোনা।