মিলবে স্বস্তি, দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি কমবে তাপমাত্রা

- আপডেট : ২১ জুন ২০২৩, বুধবার
- / 18
পুবের কলম প্রতিবেদক: কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবেশ করেছে বর্ষা। ছদিন একই অবস্থানে থাকার পর ১৮ জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। বুধবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে কলকাতার আকাশ। এরপরেই শুরু হয় মুষুলধারে বৃষ্টি, সঙ্গে চলে বজ্রপাত। আগামী কদিন দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি পরিমাণ। যার জেরে কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে উত্তরবঙ্গে জারি হয়েছে অতি বৃষ্টির সতর্কতা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই চার জেলাতে।
অন্যদিকে, সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাতে বাড়বে বৃষ্টির পরিমাণ। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।