পুবের কলম, ওয়েবডেস্ক: উর্দু বনাম ইংলিশ বিতর্কে উত্তাল উত্তরপ্রদেশের বিধানসভা। উর্দু ভাষাকে কেন্দ্র করে বিজেপি বনাম সপা নেতাদের চলে তুমুল লড়াই। ভাষা ইস্যুতে সুর মেলান যোগী আদিত্যনাথও। গগণভেদী চিৎকার করে মুখ্যমন্ত্রী বলেন, উর্দু পড়িয়ে শিশুদের মৌলবী বানাতে চায় সমাজবাদী পার্টি। একদিকে ওঁরা উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে নিজের সন্তান-সন্ততিদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে।
উল্লেখ্য, বিধানসভার আলোচনা বেশি মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার ‘ফ্লোর ল্যাঙ্গুয়েজ’-এ ইংরেজি ভাষাকে যুক্ত করার প্রস্তাব দেন যোগী আদিত্যনাথ । এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানায় বিরোধী দলনেতা তথা সপা বিধায়ক মাতা প্রসাদ পান্ডেয়। তিনি দাবি করেন, উর্দু আমাদের দ্বিতীয় ভাষা। তাই ইংরেজির পরিবর্তে এখানে উর্দু ভাষাকে যুক্ত করা হোক। সরকার ইংরেজি চাপিয়ে দিচ্ছে আমাদের উপর। অনেক লড়াইয়ের পর ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছি আমরা। সেই ইংরেজি ভাষা ফিরিয়ে আনার কোনও মানে হয় না।” বিরোধী দলনেতার এহেন মন্তব্যের পরই সপাকে কার্যত তুলোধোনা করেন যোগী আদিত্যনাথ।